আহম্মদ হোসেন বাবুর লিমেরিক

কষ্টের কাছে গিয়ে বসি
কী হবে জীবন লিখে? ভালোবাসা শিখে? এসো মরণের হাতছানি লিখি
পূর্ণিমা রাতে কবরের পাশে শব্দেরা কাঁদে, এসো কানপাতা শিখি।
একটা যুদ্ধ যায়, আরেকটা আসে
একটা কষ্টে আছি আরেকটা ভাসে।
লাশের গন্ধ পেয়ে শৃগালের উল্লাস, ছিঁড়ে খায় জীবনের সিকি!

ছায়া নেই মায়া নেই
ঘরে বউ আছে ছেলেমেয়ে আছে, শুধু বাবা নেই মাও নেই
কেঁদে বলে মনÑবাবা নেই ছায়া নেই, মাতা নেই মায়া নেই।
বাবা হয়ে সংসারে, যত ঘানি তুমি টানো
বলে ওরা চিৎকারে, আনো আনো আরো আনো।
জীবনের অবেলায় ভাবি বসে, সেই কবে হারিয়েছি খেই!

চির একা চির ফাঁকা
সারা দিনে একবার বাবা-মার কবরের কাছে আমি যাই
খালি পায়ে ছুঁয়ে দিয়ে, অনাবিল স্বর্গীয় সুখ খুঁজে পাই।
আজন্ম দুঃখী আমি, চির ফাঁকা চির একা
একাকিত্বকে করে জয়, হয় যদি দেখা।
এ জগৎ-সংসার হার মানা হার, নাই নাই ঠাঁই নাই!