আহ্বান ছিল

মনজুর কাদের :

একটি মেয়ে
কথায় কথায় দোষ ধরে
একটি ছেলের
চলায় বলায় খোশ ঝরে
সেই ছেলেটা
পুষ্প দিল কোষ ভরে

সেই মেয়েটা
তুললো ফণা ফোঁস করে

সেই ফণাতে
নাগ বাসকির বিষ ছিল
সেই ফণাতে
শব্দবিহীন ‘ইশ’ ছিল
সেই ফণাতে
অনেকখানি ভান ছিল
সেই ফণাতে
মিষ্টি আহ্বান ছিল