ঠিকানা অনলাইন : এক আসর পর বিশ্বকাপে ফিরে আসাটা জয় দিয়ে দারুণভাবে উদ্যাপন করল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা ৩১ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড।
চলতি বছর দলের সেরা ব্যাটার সিকান্দার রাজার ব্যাটেই চ্যালেঞ্জিং সংগ্রহ করে জিম্বাবুয়ে। থ্রি ডাউনে খেলতে নেমে পুরো ইনিংস টিকে থেকে ২০তম ওভারের শেষ বলে আউট হন তিনি। তার ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ৪৮ বলে ৮২ রান। ৫টি ছক্কা ও ৫টি চার হাঁকান তিনি। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
রাজাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। জিম্বাবুয়ে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ছিল ওয়েসলি মাধেভেরের ২২। আয়ারল্যান্ডের হয়ে জশ লিটল ২৪ রানে ৩ উইকেট নেন।
১৭৪ রান তাড়া করতে নেমে শুরুটা একেবারে বাজে হয় আইরিশদের। পাওয়ার প্লের মধ্যেই তারা হারায় ৪ উইকেট। বোর্ডে তখন রান ২২।
এরপর কার্টিস ক্যাম্পার ও জর্জ ডকরেল ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে বেশি দূর যেতে পারেননি দুই ব্যাটার। ক্যাম্পার ২৭ ও ডকরেল ২৪ রান করে আউট হন।
গ্যারেথ ডিলানির ২০ বলে ২৪ আর টেলএন্ডে ব্যারি ম্যাকার্থির ১৬ বলে ২২ রানে পরাজয়ের ব্যবধানই শুরু কমিয়েছে আয়ারল্যান্ড।
জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি ২৩ রানে ৩টি উইকেট নেন। দুটি করে উইকেট নেন টেন্ডাই চাটারা ও রিচার্ড এনগারাভা।
ঠিকানা/এনআই