ঠিকানা অনলাইন : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাগাভাগি সঠিক হয়নি বলেই নির্বাচন বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা গতকাল গাইবান্ধায় জাতীয় সংসদ উপনির্বাচনেই প্রমাণ হয়েছে। সুতরাং নির্বাচনে কী হলো না হলো এটা নিয়ে বিএনপি মাথা ঘামাবে না।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রাষ্ট্রের প্রতিটি দপ্তরকে দুর্নীতিমুক্ত, জনগণের অধিকার আদায় ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একটি ছক এঁকেছি। এই ছক নিয়েই আমরা চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু করেছি। অল্প কিছুদিনের মধ্যেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।
সাংবাদিকদের ওপর একটি বড় খড়্গ এসেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ২৯টি বিভাগ ডিজিটাল সিকিউরিটি আইনে আনা হয়েছে। রাষ্ট্রপতির ভবন থেকে সেতু বিভাগ, রাজস্ব বিভাগ পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগগুলো তালিকা করা হয়েছে। এই বিভাগগুলো সম্পর্কে সাংবাদিকরা ইচ্ছা করলেই কোনো প্রশ্ন করতে পারবে না, তথ্য নিতে পারবে না আর কোনো কিছু লিখতে পারবে না। এটা সাংবাদিকদের জন্য দুঃসংবাদ। গণমাধ্যমের স্বাধীনতা একেবারেই শেষ করে দিচ্ছে সরকার। কেউ একটা প্রতিবাদও করেনি।
দুর্ভিক্ষ নিয়ে বিএনপির এই নেতা বলেন, সামনে যদি দুর্ভিক্ষ হয়, তাহলে তিনি (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী আছেন কেন? দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার। দেশে দুর্ভিক্ষ হবে আপনারা খাবার কম খান, পানি কম খান, গ্যাস-বিদ্যুৎ কম খরচ করেন, তাহলে তিনি যদি দুর্ভিক্ষ মোকাবিলা করতে না পারেন, তাহলে আছেন কেন? পদত্যাগ করুন।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈয়মুর রহমান, সহসভাপতি মো. ইউনুস আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুম নাহার প্যারিসসহ বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ঠিকানা/এনআই