ঠিকানা অনলাইন : ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন নোভাক জোকোভিচ।২১ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ান তারকা করোনাভাইরাসের টিকা গ্রহণ না করায় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। সেজন্য তিনি নাম প্রত্যাহার করে নিলেন।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় জোকোভিচ লিখেছেন, দুঃখজনক ব্যাপার হল এবারের ইউএস ওপেনে খেলার জন্য আমি নিউ ইয়র্কে ভ্রমণ করতে পারছি না। আমার সহকর্মী খেলোয়াড়দের জন্য শুভকামনা রইল! আমি ভালো অবস্থায় ইতিবাচক মনোভাব বজায় রাখব। আগামীতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগের অপেক্ষায় থাকব। টেনিস দুনিয়া তোমার সাথে আবার দেখা হবে!
ইউএস ওপেন টুর্নামেন্টের ডিরেক্টর স্টেসি অ্যালাস্টার বিবৃতিতে বলেছেন: নোভাক (জোকোভিচ) এক দুর্দান্ত চ্যাম্পিয়ন।এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, তিনি ২০২২ ইউএস ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কারণ তিনি অমার্কিন নাগরিকদের জন্য ফেডারেল সরকারের টিকা নীতির কারণে দেশে প্রবেশ করতে পারবেন না।আমরা ২০২৩ ইউএস ওপেনে নোভাককে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।
টিকা না নেয়ার কারণে গত জানুয়ারিতে জোকোকে অস্ট্রেলিয়া থেকে না খেলেই ফিরে আসতে হয়েছিল। এবার একই কারণে ইউএস ওপেনে খেলতে পারবেন না ৩৫ বর্ষী তারকা।
ঠিকানা/এসআর