ঠিকানা অনলাইন : যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ইনোচ শহরের একটি বাড়ি থেকে পাঁচ শিশুসহ আট ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ জানুয়ারি বুধবার স্থানীয় সময় এই মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে কবে তাদের হত্যা করা হয়েছে, সে ব্যাপারে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।
শহরটির কর্মকর্তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পুলিশ তাদের সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিন ব্যক্তির মৃতদেহ খুঁজে পায়।
বিবৃতিতে বলা হয়, প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত চলছে এবং এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
ইনোচ শহরটি ইউটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত, যার জনসংখ্যা প্রায় আট হাজার।
ঠিকানা/এনআই