ইউরোপীয় ৩ দেশকে খাশোগি হত্যার রেকর্ডিং শোনালেন এরদোগান

বিশ্বচরাচর ডেস্ক: জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে খাশোগি হত্যার রেকর্ডিং টেপ দিয়েছে তুরস্ক। শনিবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ কথা জানিয়েছেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হলেও সৌদি আরবের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বিশ্বের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ ও ওয়াশিংটনের সমর্থক সৌদি আরব মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের স্মরণে এক অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্স সফরে গেছেন প্রেসিডেন্ট এরদোগান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের পাশে দাঁড়িয়ে এরদোগান বলেন, প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশ প্রথমবারের মতো এ রেকর্ডিং শুনল।

এরদোগান বলেন, আমরা রেকর্ডিং টেপ দিয়েছি। আমরা এ টেপ সৌদি আরব, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে দিয়েছি। তারা এখানকার সব কথোপকথন শুনেছেন। তারা জানেন। ইস্তানবুলে সফরের সময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক গিনা হ্যাসপেল এ রেকর্ডিং শুনেছিলেন।