ঠিকানা রিপোর্ট : ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ছিল বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। গোটা বিশ্বের প্রেমিকা প্রেমিকারা এদিন মেতে ওঠেন আনন্দ উৎসবে। উপহারের দোকান, কফি শপ, শপিং মল সর্বত্রই এই দিনে উৎসবের আমেজ পাওয়া যায়। নতুন প্রজন্মের কাছে ভ্যালেন্টাইনস ডে বছরের ক্যালেন্ডারে এক জরুরি দিনও বটে। ভালোবাসার রঙে রঙে তারা রাঙিয়ে তোলেন ভ্যালেন্টাইনস ডে’কে।
নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে ভ্যালেন্টাইনস ডে উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে এবারে প্রবাসে অনুষ্ঠানের চেয়ে সোস্যাল মিডিয়ায় সরব ছিলেন প্রবাসীরা। বিশেষ করে স্বামী-স্ত্রী তাদের রঙিন ছবি দিয়ে রাঙিয়েছেন ফেসবুক ও ইনস্টাগ্রাম। সেখানে অনেকে লিখেছেন. ‘ইউ আর মাই ভ্যালেন্টাইন’।
এদিকে ভালোবাসা দিবসে নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজ খাবারের স্পেশাল আয়োজনের পাশাপাশি ক্রেতাদের জন্য র্যাফল ড্রর মাধ্যমে পুরষ্কার হিসেবে ‘ডায়মন্ড রিং’ ঘোষণা করে। কমিউনিটির রেস্টুরেন্ট ব্যবসায় এটি ব্যতিক্রমী ও আকর্ষণীয় উদ্যোগ।
সংশ্লিষ্টরা জানান, খলিল বিরিয়ানী হাউজের ক্রেতাদের বিশেষ এই দিনটিতে তাদের প্রিয়জনদের নিয়ে সুস্বাদু মানসম্মত হালাল খাবার আয়োজন রাখে। দিনটি ঘিরে প্রতিষ্ঠিানটির ব্রঙ্কসের পার্কচেস্টার ও জামাইকার হিলসাইড অ্যাভিনিউর রেস্টুরেন্ট দু’টিকে ভালোবাসার আদলে সাজানো হয়। ভালাবাসা দিবসের স্পেশাল খাবার মেনুতে ছিল হাঁসের মাংশ ও ভুনা খিচুরির স্পেশাল কাপল প্ল্যাটার। সাথে আরো ছিল ২টি রেড ভেলভেট কাপ কেক।
ভালাবাসা পিপাসুদের জন্য প্রতিষ্ঠানটির সিইও খলিলুর রহমান বোনাস হিসেবে রাখেন র্যাফেল ড্র। এতে পুরস্কার হিসেবে ছিল ‘ডায়মন্ডের রিং’। মাত্র ৩০ ডলারে কাপলদের জন্য ছিল লাঞ্চ বা ডিনার।