ইচ্ছার বিরুদ্ধে ভেজা মাঠে খেলতে হয়েছে বাংলাদেশকে

ঠিকানা অনলাইন : ভারতের দেওয়া ১৮৫ রানের টার্গেটে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ২১ বলে অর্ধশতক তুলে নেন লিটন। দলীয় সংগ্রহ ৭ ওভারে ৬৬, এমন সময় নামে বৃষ্টি। এ সময় ডিএলএসে ১৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচ আর মাঠে না গড়লে জিতবে টাইগাররা।

তবে ৫২ মিনিট বন্ধ থাকার পর আবার ম্যাচ শুরুর প্রস্তুতি নেওয়া হয়। এমন সময় টিভির পর্দায় ভেসে ওঠে ড্রেসিংরুমের সামনে আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন সাকিব, সঙ্গে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের শারীরিক ভাষা বলে দিচ্ছিল, খেলা শুরু করায় আম্পায়ারের সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন তিনি।

এ বিষয়ে অ্যাডিলেডে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, মাঠ ভেজা থাকার কথা আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেছেন সাকিব। এমনকি এই মাঠে ক্রিকেটাদের ইনজুরির আশঙ্কাও আছে। কিন্তু ম্যাচের দুই আম্পায়ার সাকিব আল হাসানের কথা মানেননি। আইসিসির নিয়মের বাধ্যবাধকতা থাকায় এর বেশি কিছু বলা সম্ভব নয় বলেও জানানো হয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

ছবি সংগৃহীত

এদিকে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার সাকিবকে প্রশ্ন করা হয়, ভেজা মাঠে বাংলাদেশ খেলতে আপত্তি জানিয়েছে কি না এবং বাংলাদেশকে জোর করে মাঠে নামতে বাধ্য করা হয়েছে কি না? কিন্তু প্রতিবারই এসব প্রশ্ন এড়িয়ে যান সাকিব।

তবে প্রসঙ্গটা বারবার আসায় একবার বলেই ফেলেন, ‘আমার কি ক্ষমতা আছে আম্পায়ারদের কোনো কিছুতে রাজি করানোর!’ একই সঙ্গে যোগ করেন, আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করার কিছু নেই।

আইসিসির বাধ্যবাধকতা থাকায় আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে পারেননি বাংলাদেশ দলের কেউ। ম্যাচে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। আর যেখানে আম্পায়ারদের সিদ্ধান্ত চূড়ান্ত এবং না মেনে উপায়ও নেই, সেখানে সাকিব আল হাসান বা বাংলাদেশের দলেরই-বা কী করার আছে!

ঠিকানা/এনআই