নিউইয়র্ক : বিপুল উৎসাহ উদ্দীপনায় ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন গত ৬ মে জ্যামাইকার হোমলনস্থ মমতাজ রোজ গার্ডেনে বাংলা নববর্ষ ১৪২৫-কে বরণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতি অধ্যাপিকা লাইলি মোশারফ স্বাগত ভাষণে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। সমবেত কন্ঠে এসো হে বৈশাখ এসো এসো পরিবেশনের মাধ্যমে সূচিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ,আবৃত্তি স্মৃতিচারণসহ নানান বিষয়ে ছাত্রীরা তাদের শিল্প চর্চার মুন্সিয়ানা তুলে ধরেন এবং বৈশাখের বর্ণিল সাজে হাসি আনন্দে মেতে উঠেন।
মেলিসা ও তার বোন দুজনে নৃত্য পরিবেশন করে সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিরিন বকুল, লুবনা কাইজার। সংগীত পরিবেশন করে মনিরা আকনজি, আকতারা খান রুবি, রুনি। কবিতা আবৃতি করেন রেশমা চৌধুরী, শিরিন বকুল, লুবনা কাইজার। অতিথি শিল্পী তাহমিনা শহীদের একক সংগীতানুষ্ঠান সকলকে মোহাবিষ্ট করে রাখে। তাহমিনার গানের সুরে সকলে বৈশাখি নাচে মেতে উঠে। দুপুরে ছিল মজাদার মধ্যাহ্ন ভোজ । সাধারণ সম্পাদক নাসরিন চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।