ইতালির পার্লামেন্ট ভেঙে গেছে

বিশ্বচরাচর ডেস্ক : ইতালির সাধারণ নির্বাচনের আগে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। আগামী বছরের মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ উদ্যোগ নিলেন তিনি। সরকার শিগগিরই প্রেসিডেন্টের এ সিদ্ধান্তকে ডিক্রি হিসেবে জারি করবে। একইসঙ্গে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। পার্লামেন্ট ভেঙে দেয়ার ফলে দেশটির জনপ্রিয় বিরোধী দল ফাইভ স্টার মুভমেন্ট ও ফোরজা ইতালিয়ার কাছে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে শাসকদল মধ্য-বাম ডেমোক্র্যাটিক পার্টি।
বিবিসি জানায়, বিরোধী দলগুলো ইতালিতে অভিবাসন কমাতে কঠিন ব্যবস্থা আরোপের পক্ষে অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে অভিবাসন, বিশেষ করে সাব সাহারা আফ্রিকা থেকে আসা অভিবাসী একটি বড় ইস্যু হয়ে উঠছে।
এএফপি জানায়, আগামী ৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন দেশটির জন্য অনিশ্চয়তার নতুন যুগ শুরু হতে পারে। ১৯৪৬ সালের পর দেশটিতে ৬৪টি সরকার গঠন করা হয়েছে। সুতরাং অস্থিতিশীলতা দেশটির জন্য নতুন কিছু নয়। গত কয়েক মাস ধরেই পার্লামেন্টের ভবিষ্যৎ নিয়ে দোলাচল চলছিল।