ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট ট্রাম্প

ঠিকানা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো ‘আদার ব্যাপারি’ এ ধরনের কথা বলেননি। খোদ দেশটির দুইশ’ শীর্ষ¯ানীয় রাষ্ট্রবিজ্ঞানী এ কথা বলছেন।
২০১৮ প্রেসিডেন্টস অ্যান্ড এক্সিকিউটিভ পলিটিক্স প্রেসিডেন্সিয়াল গ্রেটনেস সার্ভিস শীর্ষক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
প্রতি চার বছর পর পর এ জরিপটি করা হয়ে থাকে। আমেরিকান পলিটিক্যাল সাইন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টস অ্যান্ড এক্সিকিউটিভ পলিটিক্স শাখার সমাজবিজ্ঞান বিষয়ক গবেষকরা এ জরিপে যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রেসিডেন্টদের শূন্য থেকে একশর মধ্যে নম্বর দিয়ে থাকেন। একশ নম্বর মানে গ্রেট, ৫০ নম্বর মানে গড়পড়তা প্রেসিডেন্ট।
জরিপের তথ্যানুসারে, ট্রাম্প গড়ে ১২ দশমিক ৩৪ পয়েন্ট পেয়ে জেমস বুকানন-এর সঙ্গে যৌথভাবে তালিকার একেবারে তলানিতে রয়েছেন। সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অবধারিতভাবে সবার শীর্ষে রয়েছেন আব্রাহাম লিংকন।
রাজনীতিবিদ-সাংবাদিকদের নৈশভোজে যোগ দিচ্ছেন ট্রাম্প : এ বছরের গ্রিডিরন ক্লাব ডিনারে অংশ নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও সাংবাদিকদের বার্ষিক মিলনমেলা। প্রায়ই গণমাধ্যম কর্মীদের তীব্র ভর্ৎসনা করে আসা খ্যাপাটে প্রেসিডেন্ট প্রথমবারের মতো এ মিলন মেলায় যোগ দিতে যাচ্ছেন।
হোয়াইট হাউসের নারী মুখপাত্র সারাহ স্যান্ডার্স ট্রাম্পের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি ‘ডবিøউএইচসিএ (হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন)-এর নৈশভোজে ট্রাম্পের যোগদানের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান। এটিও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অপর একটি নৈশভোজের আয়োজন।
মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত এ নৈশভোজে অংশ নেন। কিš গতবছর ট্রাম্প এতে অংশ না নিয়ে পেনসিলভেনিয়ার হ্যারিসবার্গে তার সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন।