ইতিহাস সৃষ্টি করলেন হাকিম জেফ্রিস

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক স্টেটের এক ব্যক্তি সবেমাত্র ইতিহাস সৃষ্টি করেছেন। গত ৩০ নভেম্বর বুধবার ১১৮ তম কংগ্রেসের হাউসে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেওয়ার জন্য নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকিম জেফ্রিসকে নিযুক্ত করা হয়েছে। ব্রুকলিন থেকে নির্বাচিত হাকিম জেফ্রিস (৫২) হবেন কংগ্রেসে নেতৃত্বের ভূমিকায় নিযুক্ত হওয়া প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান। এক বিবৃতিতে জেফ্রিস বলেন, ‘অত্যন্ত গর্বের সাথে আজ আমি ডেমোক্র্যাটিক নেতার প্রার্থী হিসেবে হাউস ডেমোক্র্যাটিক ককাসের সামনে দাঁড়িয়েছি এবং আমার সহকর্মীরা তাদের ভোট দিয়ে আমার প্রতি যে আস্থা রেখেছেন তার জন্য আমি চির কৃতজ্ঞ।’
ডেমোক্র্যাটিক ককাস সর্বসম্মতিক্রমে তাকে হাউস সংখ্যালঘু নেতা করার পক্ষে ভোট দেয়। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব গ্রহণ করবে।
আলস্টার কাউন্টির সাবেক এক্সিকিউটিভ ও নিউইয়র্ক-১৯ ডিস্ট্রিক্টের বর্তমান কংগ্রেস প্রতিনিধি প্যাট রায়ান ডেমোক্র্যাট নেতা জেফ্রিসের প্রশংসা করেছেন।
রায়ান টুইট করেছেন, ‘আমি মৌলিক স্বাধীনতা রক্ষা করতে এবং হাডসন ভ্যালির পরিবারগুলোকে ত্রাণ দিতে কংগ্রেসে এসেছি। আমি সেই মিশনে আমার সহকর্মী নিউইয়র্কার হাকিম জেফ্রিসের চেয়ে ভালো অংশীদার চাইতে পারিনি। অভিনন্দন, নেতা জেফ্রিস! আমি জানি আপনি আমাদের গর্বিত করতে থাকবেন।’
জেফ্রিস বলেন, ‘গত কয়েক বছর ধরে হাউস ডেমোক্র্যাটরা আমেরিকান জনগণের জন্য অসাধারণ ফলাফল প্রদান করেছে। আমরা জনগণকে রাজনীতির উপরে রেখে আমাদের সমস্ত মূল্যবোধের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। হাউস ডেমোক্র্যাটরা শ্রমজীবী ​​পরিবার, মধ্যবিত্ত এবং যারা এর অংশ হতে চায় তাদের, তরুণ ও প্রবীণ, দরিদ্র, অসুস্থ, পীড়িত, হারিয়ে যাওয়া এবং পিছিয়ে থাকা ব্যক্তিদের সামনে এগিয়ে নেবে।’ গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে এর চেয়ে ভালো অ্যাডভোকেট আর নেই।
হোকুল এক বিবৃতিতে বলেন, ‘আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের জন্য ব্রুকলিনের নিজস্ব প্রতিনিধি হাকিম জেফ্রিসের চেয়ে ভালো আর কোন অ্যাডভোকেট নেই। অতীতে রাজ্য বিধানসভা ও বর্তমানে কংগ্রেসে গণতন্ত্র, জননিরাপত্তা ও অপরাধীদের জন্য ন্যায়বিচার সংস্কার এবং জনগণের জন্য লড়াই করে চলেছেন প্রতিনিধি জেফ্রিস।’
সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড নিউইয়র্কের জন্য এটিকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং ‘মহা খবর’ বলে অভিহিত করেন।