ইনফ্লেশনে ইনসোমনিয়া

জেবুন্নেছা জোৎস্না :

মধ্য আগস্টের তীব্র গরম!
বৃহদাকার মৎস্য হয়ে আকাশে ভাসে
বছরের শেষ সুপারমুনÑস্টার্জন!
তুমি কাছে আসতেই মুগ্ধ বিনীত নয়নÑ
বিলি কেটে চুলে, ‘ভালোবাসি’ বলতে চাইল মন!

বাতাস আর বাজারের আগুনের ইনফ্লেশনে
তোমার মুখ তখন মধ্যাহ্নের সূর্যে গনগনেÑ
রান্নায় মুঠোভর্তি কাঁচামরিচ না ছড়ানোতে
ইমোশনালে কাতর ইনসোমনিয়াজম!

হঠাৎ আমার চোখ জ্বলে যায় নিউজফিডের দাঙ্গার দৃশ্যেÑ
পোশাকি পোষা রয়েল বেঙ্গল টাইগারের দুর্ধর্ষ গর্জনেÑ
স্বাস্থ্যবান জোয়ানের মোটা লাঠির যত্রতত্র আঘাতে
হ্যাংলা-পাতলা যুবক-যুবতীর নরম দেহ মাটিতে!

আমি তখন হঠাৎ শক্ত হয়ে তোমার চুলের মুঠি ধরে
রাষ্ট্রযন্ত্রের রক্ষাকর্তা হয়ে ঝাঁকিয়ে উঠি বলে,
‘যত্ত সব শু.. বাচ্চা!’ ইনফ্লুসড না হয়ে অভ্যস্ত হও ইনফ্লেশনে!