
ঠিকানা রিপোর্ট : পবিত্র রমজান মাসে ইফতার আয়োজনে মুখর বাংলাদেশি কমিউনিটি। ধর্মীয় ভাব-গাম্ভীর্যে বিভিন্ন সংগঠন আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিলের। রোজার শেষ দিন পর্যন্ত চলবে এই ইফতার উৎসব। এসব ইফতার মাহফিলে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ইফতার মাহফিলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মুসলিম জাতির অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি : জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল গত ১৪ এপ্রিল শুক্রবার কুইন্সের কুইন্স বুলেভার্ড আগ্রা প্যালেসে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদের পরিচালনায় প্রাণবন্ত এ অনুষ্ঠানটি বাংলাদেশি কমিউনিটি ও মূলধারার রাজনীতিক নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলে কোরান তেলাওয়াত করেন সৈয়দ মুস্তাজিন বিল্লাহ ও রেদোয়ানা জামান। মোনাজাত পরিচালনা করেন হাজী শামসুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন কংগ্রেসও সদস্য গ্রেস মেং, স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমার, এলিসিয়া হাইন্ডম্যান, সিটি কাউন্সিল সদস্য জিম জেনারো, নাতাশা উলিয়াম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, সালেহ আহমেদ, ডা. নাজমুল খান, আকাশ রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, ঠিকানা সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা.ওয়াজেদ এ খান, ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ, সাংবাদিক সোলায়মান আলী, সাংবাদিক মিজানুর রহমান, ডা. টমাস দুলু রায়, আহসান হাবিব, বেলাল চৌধুরী, রোকেয়া আক্তার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, ছদরুন নূর, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল, আমিনুল ইসলাম চৌধুরী, ফকরুল ইসলাম, নওশেদ আহমেদ, রেজাউল করিম চৌধুরী, আশরাফুজ্জামান আশরাফ, আবুল কাশেম, অধ্যাপিকা হুসনে আরা, আবুল ফজল দিদারুল ইসলাম, রুমানা আহমেদ, আসিফ চৌধুরী, মিজানুর রহমান শেফাজ, শাহরিয়ার রহমান, আলেয়া ফেরদৌসী প্রমুখ।
ইফতারের প্রধান স্পন্সর ছিলেন রিয়েলটর নূরুল আজিম। অনুষ্ঠান উপস্থাপনায় সহায়তা করেন মিডিয়া ব্যক্তিত্ব এএফএম জামান। অতিথিদের দেখভালোর দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক জে মোল্লাহ সানি।
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব : আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিলের আলোচনায় বক্তারা সংবাদকর্মীদের নিজেদের পেশার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সারা বিশ্বেই সাংবাদিকতা পেশা একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশে তো বটেই, বাক-স্বাধীনতার দেশ- এই আমেরিকাতেও সাংবাদিকরা নানান প্রতিকূলতার মধ্যে পড়েছেন। নিউইয়র্কের বাংলা কমিউনিটি সাংবাদিকতাও নানা চ্যালেঞ্জের সম্মুখীন। এই অবস্থায় সাংবাদিকদের মধ্যে ব্যাপক ঐক্যের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলার বিকল্প নেই।
গত ১১ এপ্রিল মঙ্গলবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এই ইফতার মাহফিলে ক্লাবের সদস্য-সদস্যা ছাড়াও সিনিয়র সাংবাদিক, কমিউনিটি লিডার এবং অ্যাক্টিভিস্টরা উপস্থিত ছিলেন।

ইফতারপূর্ব দোয়ায় দেশ ও প্রবাসের সবার মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা মোহাম্মদ সাদিক। তিনি মোনাজাতের আগে রোজার গুরুত্ব ও পালনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনজুরুল হক। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।
ইফতার মাহফিলের আগে ও পরে দেশ ও কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বক্তব্যের পর আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দেশকণ্ঠের সম্পাদক দর্পণ কবীর, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বিশিষ্ট সাংবাদিক সাঈদ তারেক, খ্যাতনামা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও খবরডটকমের সম্পাদক মো. মশিউর রহমান মজুমদার, কার্যকরী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমুখ।
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ : বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ-এর আয়োজনে গত ৯ এপ্রিল রোববার জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। ইফতার ও দোয়া মাহফিলে সোসাইটির সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপদেষ্টা ও ডেমোক্র্যাটিক পার্টি এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট কাজী সামসুদ্দোহা, অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ আক্তারুল ইসলাম, অ্যাটর্নি মুজিবুর
রহমান, অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ প্রমুখ।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন সোসাইটির নির্বাহী সদস্য মাওলানা আশিক আহমেদ খান।
গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস : গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস-এর উদ্যোগে সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল। গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার পার্টিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস-এর স্বত্ত্বাধিকারী শামসুদ্দিন বশীর।
আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় ইফতারে অংশ নিয়ে বক্তারা কমিউনিটি নেতৃবৃন্দ গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস মালিক শামসুদ্দিন বশীরের সততা ও গ্রাহক সেবার ভূয়সী প্রসংশা করেন।
তারা বলেন, কমিউনিটির মানুষ আস্থার সাথে তার ট্রাভেল এজেন্সি থেকে প্লেনের টিকেট কাটতে পারেন। দিনরাত হটলাইনের মাধ্যমে ২৪ ঘন্টায় কাস্টমারদের লাইভ সাপোর্ট দিচ্ছে। এমন উৎকৃষ্ট সেবার মান অন্য কোথাও পাওয়া যাচ্ছে না।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, এমন একজন ভালো মানুষের ব্যবসার প্রসার না ঘটার কোন কারণ নেই। এখন থেকে নিজে গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস থেকে টিকেট কাটবো এবং অন্যদেরও কাটতে বলবো।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া বলেন, সততা নিয়ে ট্রাভেল ব্যবসায় বশীর অনন্য নজির স্থাপন করেছেন।
কমিউনিটির পরিচিত মুখ সারোয়ার চৌধুরী সিপিএ বলেন, আমি এখন আকাশ পথে ভ্রমণে গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস-এর ওপর শতভাগ নির্ভরশীল। ট্রাভেল ব্যবসায় এমন একজন সৎ সেবক পাওয়া সত্যিই দুষ্কর। টিকেট কাটার পর বিমানে ওঠার আগ পর্যন্ত তারা খোঁজখবর রাখে। কাস্টমার সেবায় তারা অনন্য।
অনুষ্ঠানে সবাই শামসুদ্দিন বশীরের সাফল্য কামনা করেন।
ইফতার পার্টিতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, চিকিৎসক তৌহিদ শিবলী, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, মাওলানা শফিউল্লাহ সিদ্দিকী, সৈয়দ আলী সামী, মাওলানা আব্দুর রহমান, ডা. ইব্রাহীম খলিল, আমিন খান জাকির, মোহাম্মদ রহমান, সেলিম হারুন, এ সিদ্দিক পাটওয়ারী প্রমুখ।
যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল গত ১৬ এপ্রিল রোববার জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী।
সমিতির সভাপতি আমীর ফারুক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, সাংবাদিক শেখ শফিকুর রহমান, কবি আবু তাহের চৌধুরী, বাংলাদেশ সোসাইটি ইনক ব্রঙ্কসের কোষাধ্যক্ষ বশির মিয়া, বিশিষ্ট সঙ্গীত শিল্পী দম্পতি প্রমি এবং তাজ, এনওয়াইপিডি অফিসার জুয়েল গাজী ও সৈয়দ নোমান, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আজিজ মোল্লা, সহ-সভাপতি নাসির মিয়া, কাউছার মিয়া, বাচ্ছু মিয়া, জুয়েল চৌধুরী, সফিকুল ইসলাম উজ্জ্বল, এসএম ফরহাদ প্রমুখ।
প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি : প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি এর উদ্যোগে গত ১১ এপ্রিল জ্যামাইকায় একটি রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক এ্যাডভোকেট মাহাবুবার রহমান বকুল এবং সদস্য সচিব মোহাম্মাদ আলীর সঞ্চালনা করেন।
উক্ত মাহফিলে কমিটির উপদেষ্টা ডা. আব্দুল লতিফ, উপদেষ্টা অ্যাডভোকেট মইন উজ্জামান, উপদেষ্টা তনু খান, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, যুগ্ম সদস্য সচিব স্বপন, সদস্য সেলিম খান ছাড়াও কমিউনিটির বোর্ড মেম্বার আহসান হাবিব ছাড়াও কমিউনিটি অ্যাক্টিভিস্ট, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রবাসীরা বাংলাদেশে অবস্থানকালে তাদের জান-মালের নিরাপত্তা ও সুরক্ষায় প্রচলিত আইন ও আদালত দ্বারা ন্যায় বিচার ও ন্যায় অধিকার থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়। তাই প্রবাসীদের পক্ষে দেশে একটি স্বতন্ত্র আইন ও বিশেষ ট্রাইব্নুাল গঠনের দাবি, বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে “প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইনক” নামে একটি আহবায়ক কমিটি করা হয় ।
শেবাচিম অ্যালামনাই : গত এপ্রিল ৮ শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার পানসি রেস্টুরেন্টে শেবাচিম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমেরিকায় বসবাসরত শেবাচিম’র প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আজমল ইউসুফ মুকুল। আমন্ত্রিত বিশেষ অতিথির মধ্যে ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নিউইয়র্কের বর্তমান সভাপতি ডা. আতাউল ওসমানী। তিনি অনুষ্ঠানে দোয়া পরিচালনা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আরো উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি ডা. এবিএম সিদ্দিক ও বর্তমান সাংগঠনিক সম্পাদক ডা. নাফিসুর রহমান।
শেবাচিম অ্যালামনাইয়ের কোষাধ্যক্ষ ডা. হাসনায়েন শাহেদ বকুলের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ অনুষ্ঠানে শেবাচিমের প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক ডাঃ. আনন্দ মালো, ইয়ং ফিজিশিয়ান সেক্রেটারি ডা. আনোয়ার হোসেন, ডা. শাহ গিয়াস উদ্দিন, ডা. রেজিনা আরজু নীপা, ডা. সাখাওয়াত হোসেন মঞ্জু, ডা. হামীম ইবনে কাওছার, ডা. শাহীনা নাজনীন, ডা. রুমানা সবুর, ডা. সাবাহ তামান্না অংকুর, ডা. সাবিহা মিতুল, ডা. সুলতানা রাজিয়া রুমা, ডা. আমীর হোসেন, ডা. জয়া, ডা. সায়েম, ডা. ফয়সাল, ডা. শামিন, ডা. রাফী, ডা. তারিনা, ডা. শাহরিয়ার মাহমুদ এবং অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক ডা. নাজমুল আলম।
রিলায়েবল হোম কেয়ার : গত ১৫ এপ্রিল রিলায়েবল হোম কেয়ারের উদ্যোগে জ্যামাইকার কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচলনা করেন।
বক্তারা রিলায়েবল হোম কেয়ার কমিউনিটির সেবায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন। এ অনুষ্ঠানে মূলত প্রতিষ্ঠানটির পার্টনার, কর্মচারি ও তাদের আত্মীয়-স্বজনরা অংশ নেন। পার্টনারদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী শাখাওয়াত হোসেন আজম, আতাউর রহমান সেলিম, আব্দুর রহমান বিশ্বাস, জে. মোল্লা সানী, মোহাম্মদ কামরুজ্জামান, নওশাদ হায়দার, মোহাম্মদ মান্নান, এনায়েত হোসেন মুন্সী ও ইফতেখারুল আলম।
ইফতারে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, আবুল কাশেম ও রুবেল হাসান মুন্সী উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল সোসাইটি ইউএসএ : পবিত্র রমজান উপলক্ষে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল সন্ধ্যায় সিটির উডসাইডস্থ গুলশান ট্যারেসে এই মাহফিল আয়োজিত হয়। এতে আড়াই শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী যোগ দেন। সংগঠনের সভাপতি শামসুজ্জামান খান ও সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান আরিফসহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শিহাব উদ্দিন। এরপর তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ। মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি শামসুজ্জামান খান এবং সবশেষে ধন্যবাদ জানান সোসাইটির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
মাহফিলে টাঙ্গাইলের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাউসার আহমেদ মন্টু, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম, সঙ্গীত শিল্পী স্বপ্না কাউসার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, টাঙ্গাইল সোসাইটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মধ্যে আব্দুস সালাম, মোহাম্মদ হারুন-অর-রশিদ বাবলু, দেওয়ান আামিনুর রহমান, খন্দকার মাহবুব হোসেন, আশরাফুল আলম জঙ্গী, মোহাম্মদ শিহাব উদ্দিন, মোহাম্মদ আজাদ আলী খান, মির্জা নূর-এ আলম, মোহাম্মদ হারুন অর রশীদ, আব্দুর রাজ্জাক, সৈয়দ ইমরুল আলম শাহেদ, মোহাম্মদ মজিবর রহমান, মোহাম্মদ আলী, মনোয়ারা আলম বেবী, নাসরিন আক্তার লাকি প্রমুখ সপরিবারে উপস্থিত ছিলেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইয়েলো সোসাইটি নিউইয়র্কের সাবেক সভাপতি মোহাম্মদ এ আওয়াল ভূঁইয়া ও পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেড ইউএসএ শাখার পরিচালক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যোগাদানকারী প্রবাসী টাঙ্গাইলবাসী নিজেদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি : এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কমিউনিটি ইফতার মাহফিল গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। স্থানীয় আল আমিন জামে মসজিদে আয়োজিত এ ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, রজিনীতিবিদ, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ মানুষ অংশ নেন।
সংগঠনের সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন কংগ্রেসওমেন আলেকজান্ডার ওকাসিও কর্টেজ, স্টেট সিনেটর ক্রিস্টিনা গঞ্জালেজ, কাউন্সিলওমেন জুলি ওন, স্টেট অ্যাসেম্বলি মেম্বার জহরান কে মামদানি ও নিউ ইয়র্ক সিটি পুলিশের ১১৪ প্রিসেন্টের ডেপুটি ইন্সপেক্টর কেনাত গরমেন্ট।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্লুক্রস ব্লুশিল্ডের কমিউনিটি আউটরিচ ম্যানেজার ওয়েনডি ডমিংগেস ও কমিউনিটি রিলেশন ইয়াছমিন হার্নান্দেজ।
বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস ফার্স্ট সেক্রেটারি ইসরাত জাহান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি তজমুল হুসেন, মদিনা মসজিদের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক মিসবা মজিদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সাবেক সভাপতি সোহান আহমেদ টুটুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু ও মিজানুর রহমান মিজান, কুলাউড়া বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইঞ্জিনিয়ার সায়েম আহমেদ, কিনু চৌধুরী, হেলথ বেনেফিটের রিপ্রেজেনটেটিভ মো. শাহেদ রাশেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক সানু, সিলেট সদর সমিতির উপদেষ্টা মনসুর চৌধুরী ও শাহনুর কোরাইশী, গোলাপগঞ্জ সোসাইটির কোষাধ্যক্ষ মিসবাহ আহমেদ, ওসমানী নগর সমিতি সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিসলু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সদস্য রিপন আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুরাদ আহমেদ, শেখ সিপার আহমেদ, কাজী আজম, বেনু আহমেদ, কাওসার আহমেদ, ফজলু মিয়া, কামাল আহমেদ, শেখ নজরুল ইসলাম (ফকরু), টাপ টাপ সেন্ট নোহসিন খান ওরিমি রশিদ।
(৩৫-এর পাতার পর)
জাহিদুল চৌধুরী, আলবি আহমেদ, শিপলু আহমেদ, নাজিম খান, মসজিদ কমিটির পক্ষ থেকে সভাপতি জয়নাল আবেদীন, সাবেক প্রেসিডেন্ট খালেদুর রব, জসিম আহমেদ সাদেক, আব্দুল হান্নান, শাহাবুদ্দিন, শাফায়েত খান, মিসবাহ আহমেদ, আমিন হোসেন, আমির আলী, মকদ্দছ আলী, আব্দুর রাকিব, হেলাল আহমেদ, আমির আলী, শাহীন আহমেদ, মাওলানা নেছার আহমেদ ও হাফিজ ইসরাক আহমেদ এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, সহ-সভাপতি কায়েছ আহেমদ, সহ-সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ, সদস্য মীর জাকির, ফয়সাল আহমেদ শামসুল ইসলাম, শাহীন হাসনাত, আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, আবু সুলেমান, নূরুল হক, মির্জা মোহাম্মদ, নাবিলা ও তানজুম লাগনু এবং সংগঠনের উপদেষ্টা দেওয়ান সাহেদ চৌধুরী, চৌধুরী সালেহ, আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে সিটি কাউন্সিলের পক্ষ থেকে প্রকলেমেশন প্রদান করেন কাউন্সিল উইম্যান (ডিস্ট্রিক-২৬) জুলি ওউন।
বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন : বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের (বাকা) উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। ক্বেরাত প্রতিযোগিতায় ৩৫ জন শিশু-কিশোর অংশ নেন।
ক্বিরাত প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ এ বেলাল-এর ইমাম ও খতিব মাওলানা মইনুল ইসলাম ও বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহহিয়া। আবু বক্কর সিশেড-এর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআনে হাফেজ মাওলানা আব্দুল হাসেম।
মনোমুগ্ধকর এ ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিমসহ অতিথিবৃন্দ।
বাকা সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন এবং প্রচার ও গণসংযোগ সম্পাদক এবং ইফতার মাহফিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব সোহেল আহমদের যৌথ পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও বাকার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, সহ-সভাপতি ও ইফতার মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফয়ছল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, স্কুল শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সালমা সুমি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহ সেলিম আহমদ।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, শা গ্রুপের সিইও শাহ জে চৌধুরী, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শো টাইম মিউজিক-এর সিইও আলমগীর খান আলম, শাহ গ্রুপের পরিচালক ময়নুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, রিয়েলেটর সালেহ আহমেদ সালু, এনওয়াইডিপির অফিসার বেলাল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রোমানা আহমেদ, রোটারি ক্লাব নিউইয়র্কের প্রেসিডেন্ট আহসান হাবিব, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন সভাপতি মাহবুব আলম, প্রবাসী বিশ্বনাথ সমিতির সাবেক সভাপতি মকন মিয়া, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রিয়াজ উদ্দিন কামরান, মামুন আহমদ, সিলেট সদর সমিতির শাহ সেলিম উদ্দিন, কুলাঊড়া সমিতির সাবেক কর্মকর্তা আব্দুল মুকিত চৌধুরী, সুনামগঞ্জ সমিতির জামাল হোসেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, সাধারণ সম্পাদক ইমরান হোসেন টিপু, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জে মোল্লা সানি, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা মোহাম্মদ সাদি মিন্টু, রিয়েলেটর সারওয়ার আলী, রায়হান জামান রানা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ গৌসুল হোসেন, লিয়াকত আলী, সুলেমান হোসেন, দুলাল রহমান।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ছিলেন ইফতার প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফয়ছল আহমদ, সদস্য সচিব সোহেল আহমদ, প্রধান সমন্বয়কারী এমডি আলাউদ্দিন, সদস্য শাহ কামাল উদ্দিন, সালমা সুমী, শহীদুল ইসলাম ভূঁইয়া, সহীদুল ইসলাম ভূঁইয়া ও চৌধুরী মুমিত তানিম।
ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা : ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনক্’র ইফতার ও দোয়া মাহফিল গত ১৬ এপ্রিল রোববার লং আইল্যান্ড সিটির বৈশাখী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে ওসমানীনগর প্রবাসীরা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি আজিজ আহমদ ছালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিছলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগরের কৃতি সন্তান, বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিভিশনের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালবাদ অ্যাসোসিসেসনের সভাপতি বদরুল খান। বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এমএ সালাম, সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সিলেট সদর সমিতি ইউএসএ’র সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বশির উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক মিসবা মজিদ ও মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সভাপতি আব্দুল মালেক খান (লায়েক), শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মামুনুর রশীদ শিপু, দপ্তর সম্পাদক ফয়েজ বকস, সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, মনসুর চৌধুরী, সাজ্জাদ চৌধুরী মিনু, কাজী সিদ্দিক আহমেদ, আব্দুল হাকিম বাদশা, সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তার, কাজী অদুদ আহমদ, মাহবুব ওসমানী, সহ সভাপতি আব্দুল খালিক, মানিক শেখ, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, সাংগটনিক সম্পাদক আতাউর রহমান আতা, দপ্তর সম্পাদক দীপু তপাদার, প্রচার সম্পাদক জুমানুর তপাদার প্রমুখ। মাহফিলে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ক্বারী খালেদ।
রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা : মৌলভীবাজার জেলার রাজনগর (সিলেট-১৪)-এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধারে নিউইয়র্কে গঠিত রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল সোমবার ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত রাজনগর উপজেলাবাসীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরজান খান জাপান ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ বশারাত আলী, আব্দুর রহিম বাদশা, আব্দুর রকিব মন্টু, আতাউর রহমান সেলিম, আব্দুল গাফফার চৌধুরী খসরু, সহ-সভাপতি মো. হারুন আলী ও সামছু মিয়া তালুকদার, আন্তজার্তিক ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম কয়ছর, কার্যকরী সদস্য মো. মাসুক রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
নতুন উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন : প্রধান উপদেষ্টা সৈয়দ বশারাত আলী, সহকারি উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুল হাসান, উপদেষ্টা রফিক উদ্দিন চৌধুরী (রানা), শাহ রকিব আলী, আব্দুর রকিব মধু, সাখাওয়াত আলী, আব্দুর রহমান লেবু, মজির উদ্দিন চৌধুরী, আলী মোহাম্মদ আশিক, কাজী আতিকুজ্জামান, মিনহাজ আহমেদ ও আবুল হোসেন সুরমান।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। সভায় রাজনগর (সিলেট ১৪)-এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধারে শিগগির কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়।
সুনামগঞ্জ উন্নয়ন সমিতি : সুনামগঞ্জ উন্নয়ন সমিতি নিউইয়র্ক ইনকের উদ্যোগে গত ১১ এপ্রিল মঙ্গলবার জ্যামাইকার হিলসাইডের একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডি অসিত চৌধুরী। সাধারণ সম্পাদক মো. সেবুল মিয়ার পরিচালনায় অতিথি ছিলেন সিলেট সদর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, সুনামগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, সাংবাদিক শেখ শফিকুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কবি সালেহা ইসলাম, ময়মনসিংহ সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন মো. মুশফিক হোসেন।
উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ হলেন- ফাতেমা চৌধুরী স্বপ্না (সিনিয়র সহ-সভাপতি); সামছুল হক, রিন্টু লাল দাস, রনেন্দ্র তালুকদার পিন্টু, সঞ্চিতা চৌধুরী ও পলাশ (সহ-সভাপতি); এবং ফেরদৌস হোসেন (কোষাধ্যক্ষ)।
দোয়া মুনাজাত পরিচালনা করেন মো. ফেরদৌস হোসেন।
জ্যামাইকা থিয়েটার ইন্ক : গত ৭ এপ্রিল শুক্রবার পারসনস বুলেভার্ডের হালাল ডায়না রেস্টুরেন্টে জ্যামাইকা থিয়েটার ইন্কের উদ্যোগে বাৎসরিক ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শেখ হায়দার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারহানা জামান নূপুরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাবু চিত্ত সিংহ, সিনিয়র উপদেষ্টা ফকরুল আলম (সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি), আজহারুল হক মিলন (সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য, বাংলাদেশ সোসাইটি), থিয়েটারের উপদেষ্টা সায়েদুল হক, প্রধান পৃষ্ঠপোষক ইকবাল হোসাইন, উপদেষ্টা সায়েম রহমান, ফখরুল ইসলাম দেলোয়ার (সভাপতি, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি), মিনারা ইসলাম (সভাপতি, তারার মেলা), কিউ জামান (সাবেক প্রধান উপদেষ্টা, গ্রেটার খুলনা সোসাইটি), জামালুর রহমান চৌধুরী (বিশিষ্ট রাজনীতিবিদ), তাহমিনা ফারুক (পৃষ্ঠপোষক), মোশারফ হোসাইন (পৃষ্ঠপোষক ও ট্যাক্স উকিল)।
সংগঠনের নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির (সিনিয়র সহ-সভাপতি), জাহাঙ্গীর হোসাইন (সহ-সভাপতি), আনোয়ার হোসাইন (সহ-সভাপতি), ড. নার্গিস রহমান (সহ-সভাপতি), গোবিন্দ চন্দ্র দাস (সহ-সভাপতি), আখতার বাবুল (যুগ্ম-সাধারণ সম্পাদক), আসাদুজ্জামান বাবু, ডেইজি খান (সাংগঠনিক সম্পাদক), প্রদীপ ভট্টাচার্য্য (সাংস্কৃতিক সম্পাদক), কানিজ ফাতেমা (যুগ্ম-ক্রীড়া সম্পাদক), ফারহানা শারমিন সুমী (যুগ্ম-সাংস্কৃতিক সম্পাদক), এসএ খোকন (যুগ্ম-অর্থ সম্পাদক), শিল্পী আখতার (যুগ্ম-দপ্তর সম্পাদক), অ্যাডভোকেট কামরুজ্জামান বাবু (কার্যকরী সদস্য)। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বেলাল আহমেদ।
লং আইল্যান্ড এমডিকিউ বাংলাদেশি কমিউনিটি : লং আইল্যান্ডে এমডিকিউ বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১৫ এপ্রিল। বেশোরস্থ দারুল কুরআন মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে সাফোক কাউন্টির অধিকাংশ অফিসিয়াল ও মূলধারার রাজনীতিকরা অংশ নেন। তারা সবাই বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- সাফোক কাউন্টি পুলিশ কমিশনার রুডনি কে হ্যারিস, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কাউন্টি এক্সিকিউটিভ ওলগা এল শেমী, বেবিলন টাউন সুপারভাইজার রিচ শেফার, হোমল্যান্ড সিকিউরিটির কমান্ডিং অফিসার মাইকেল কেলি, সাফোক কাউন্টি চিফ এক্সিকিউটিভ পদপ্রার্থী ডেভ ক্যালন, স্থানীয় মসজিদের বোর্ড অব ট্রাস্টি ডা. হাফিজুর রহমান, মসজিদ দারুল কুরআনের প্রেসিডেন্ট ডা. নাসের শহীদ, বেন্টউড স্কুল বোর্ড ট্রাস্টি হাসান আহমেদ, মসজিদের ইমাম মোহাম্মদ আজমল ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট হুমা ইদ্রিস।
এ সময় বাংলাদেশীরা সাফোক কাউন্টি পুলিশ কমিশনার রুডনি হ্যারিসকে ক্রেস্ট প্রদান করেন। বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রায় সহস্রাধিক মুসলিম কমিউনিটির সদস্যদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
এ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোলাম ফারুক শাহীন। এছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশী সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের মধ্যে রয়েছেন সাইফুল আলম খান, মেজবাউদ্দীন হেলাল, রুমন প্রধান, নওশের এম আব্দুল্লাহ, সামির শাহ, রহমান সোয়েব, দেলোয়ার হোসেন মজুমদার, ইকবাল চৌধুরী, ফারুক হোসেইন, মো. ফারুক, আবু তৈয়ব, তারেকুর রহমান, ফজলুল হক, বেলায়েত হোসেন, সাইমন খান, কামরুল হাসান পিন্টু, বাবু শেখ, খলিলুর রহমান, রফিক খান, লিয়াকত খান, রবিউল ইসলাম ও জালাল উদ্দীন প্রমুখ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস : গত ১৪ এপ্রিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাসের উদ্যোগে ডালাসের স্থানীয় একটি রেস্টুরেন্টে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্যান্টের কার্যকরী পরিষদের আমন্ত্রণে শহরের মূলধারার মুসলিম ও অমুসলিম নেতৃবৃন্দসহ বাংলাদেশী বিভিন্ন পেশাজীবী ও সমাজকর্মীরা এ অনুষ্ঠানে যোগ দেন।
টেক্সাস মুসলিম ডেমোক্র্যাটিক ককাসের আফতাব আহমেদ ও আমজাদ ভুলার, ট্যারান্ট ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি ড. এলিসন কম্পালো ও সহ-সভাপতি গ্যাব্রিয়েল রিভাস, টেক্সাস আওয়ামী লীগের সভাপতি দাউদ ভূঁইয়া, বাংলাদেশী আমেরিকান উইমেন এসোসিয়েশন অফ টেক্সাসের সাধারণ সম্পাদক ড. শাম্মী রহমান, রেডিও আড্ডার অন্যতম কর্ণধার রহিম খন্দকার, ইউনাইটেড বাংলাদেশী কমিউনিটি অফ টেক্সাসের সভাপতি সুহাদ চৌধুরী, কেলার ইসলামিক সেন্টারের কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ শফিক, বিশিষ্ট নাট্যকর্মী মো. মহিউদ্দিন, সিপিএ রায়হান আহমেদ, বাংলা পাঠশালার শিক্ষিকা ও সংগীতশিল্পী রোকেয়া খানম, ইয়াং ডেমোক্র্যাটের সদস্য মানাল আহমেদ, নেপালী সোসাইটি অফ টেক্সাসের প্রাক্তন সভাপতি দিনেশ শর্মাসহ আরো অনেকে এ অনুষ্ঠানে যোগদান করেন।
ব্যান্টের কার্যকরী পরিষদের সহ-সভাপতি খালেদ শাহ নেওয়াজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মো. রশিদ পিন্টু অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাসের সভাপতি কাজী চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমাজগঠনে রমজান মাসের সিয়াম সাধনার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সভাশেষে ইফতার ও নৈশভোজ দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। আন্তঃধর্মীয় এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য বাংলাদেশি কমিউনিটির অনেকে ব্যান্টের নতুন নেতৃত্বের প্রশংসা করেন। নতুন প্রজন্মের অনেকে এ অনুষ্ঠানে বিপুল উৎসাহের সংগে অংশগ্রহণ করে। ভবিষ্যতে এ ধরনের আরো সমাজগঠনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ব্যান্টের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন। পবিত্র রমজান মাসের শেষে তারা ঈদ আনন্দ মেলা আয়োজন করছেন বলে জানান।
নিউজার্সি কুলাউড়া অ্যাসোসিয়েশন : নিউজার্সির সামাজিক সংগঠন কুলাউড়া অ্যাসোসিয়শনের আয়োজনে প্রবাসী কুলাউড়াবাসীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার প্যাটারসনের ইউনিয়ন এভিনিউর মসজিদ আল ফেরদৌসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অ্যাসোসিয়শনের সভাপতি শেখ রাজা মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম চৌধুরী সুলেমানের পরিচালনায় মাহফিলে দেশ-প্রবাসের সবার কল্যাণ শান্তি উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ফেরদৌস মসজিদের ইমাম। ইফতার মাহিফলে বক্তব্য রাখেন টাইম টেলিভিশন-এর বিশেষ প্রতিনিধি এমদাদ চৌধুরী দীপু, উপদেষ্টা আনোয়ার চৌধুরী পারেখ, উপদেষ্টা সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলে অংশ নেন কাউন্সিল অ্যাট লার্জ ফরিদ উদ্দিন, প্রধান উপদেষ্টা সৈয়দ জুবায়ের আলী, উপদেষ্টা গোলাম মোস্তফা চৌধুরী নিপন, শেখ ফখরুল ইসলাম তালুকদার, গোলাম ইস্পাহানী চৌধুরী মাছুমসহ আরো অনেক।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক কুলাউড়াবাসী অংশ নেন। ফলে ইফতার মাহফিল কুলাউড়াবাসীদের মিলনমেলায় পরিণত হয়।