
ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্রে গত ২৩ মার্চ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এ মাসকে কেন্দ্র করে নিউইয়র্কের বাঙালি পাড়াগুলোতে অন্যরকম পরিবেশ বিরাজ করছে। মসজিদগুলোতে এবাদত-বন্দেগির পাশাপাশি প্রতিদিনই মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে। মসজিদগুলোতে রাতের তারাবির নামাজে অংশ নিচ্ছেন অসংখ্য মুসল্লি। দ্বিতীয় রোজা থেকে কমিউনিটিতে ইফতার পার্টির আয়োজন শুরু হয়েছে। এসব ইফতার মাহফিলে বাংলাদেশের স্বাধীনতা দিবসও উদযাপন করা হচ্ছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে এসব ইফতার পার্টিতে মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।
চট্রগ্রাম সমিতি
চট্রগ্রাম সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ রোববার ইফতার ও দোয়া মাহফিল সমিতির প্রধান কার্যালয় চট্রগ্রাম ভবনে অনুষ্ঠিত হয়েছে। অন্তবর্তী কালীন কমিটিরসিনিয়র সদস্য, সাবেক সভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক মনির আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মীর কাদের রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেব উপস্থিত ছিলেন বায়তুল জান্নাহজামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মওলানা আশরাফ উল্লাহ, সমিতির সদস্য মোহাম্মদ হারুনের কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত দোয়া মাহফিলে মহান স্বাধীনতা দিবস নিয়ে আরো বক্তব্য রাখেন অন্তবর্তীকালীন কমিটির সদস্য নুরুল আনোয়ার, সমিতির সাবেক কর্মকর্তা কামাল হোসেন মিঠু ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানও সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, সাবেক ট্রাস্টি বোর্ডের কোচেয়ারম্যান শাহাজান সিরাজী, আজীবন সদস্য আবুল কাসেম ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবর রহমান বাদল, সাবেক সভাপতি আহসান হাবিব , সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমিন হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মিরসরাই সমিতির সভাপতি আমজাদ ভুঁইয়া, মিরসরাই সমিতির সাবেক সাধারন সম্পাদক কাউসার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান, মিরসরাই সমিতি ইউ এস এর সভাপতি মেজবাহ উদ্দীন, অন্তবর্তী কালীন কমিটির সদস্য মোহাম্মদ সুমন উদ্দীন, মোহাম্মদ ইকবাল ভুঁইয়া সাবেক কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আলম এবং মহিলাদের মধ্যে উপস্থিত ছিলেন রেহানা হানিফ, কলি ফারুক মিসেস টি আলম সহ প্রায় ২ শতাধিকের অধিক চট্রগ্রামবাসী। সভার প্রধান আলোচক মওলানা আসরাফ উল্লাহ রমযানের গুরুত্বের উপর আলোচনা করেন এবং বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয়।
বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল ও আইএফএম : বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের যৌথ উদ্যোগে ব্রঙ্কসে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৭ মার্চ সোমবার স্থানীয় খলিল চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসিসি’র সভাপতি মোহাম্মদ এন মজুমদার। পরিচালনা করেন এম ইসলাম মামুন, মনজুর চৌধুরী জগলু ও গাফ্ফার চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি ব্রুশ ফিশার। মিলাদ মাহফিলে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি শান্তি এবং উন্নতি কামনায় দোয়া করা হয়।
নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) : গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন- যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দীন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবাদ চৌধুরী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমেদ, ম্যানহাটন বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াদুদ তালুকদার।
বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বক্তব্য রাখেন ইফতার ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরিফুল খালিসদার, এজেডএম জাহাঙ্গীর হাসাইন, ইমরান শাহ্ রণ, আলহাজ্ব আব্দুর রহিম, সৈয়দ গৌছুল হোসেন, মানিক আহমেদ, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সদস্য জাফর তালুকদার, মো. আলী রাজা, মো. লিয়াকত আলী, শাহ কামাল উদ্দীন, জিয়াউল জামিল, বাচ্চু মিয়া, বিএনপি নেতা আনোয়ারুল আলম ভূঁইয়া, আক্তারুজ্জামান হ্যাপী, কৃষিবিদ মো. সোলায়মান, আতিকুল হক আহাদ, মিজানুর রহমান মিজান, আবুল কাসেম, সাইফুর রহমান খান হারুন, আব্দুল আহাদ, সৈয়দ এনাম, মো. শাহাবাজ আহমেদ, বিএনপি মৎস্যজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম-আহ্বায়ক সুলতান মাহমুদ সিদ্দিকী, এম রহমান দুলাল, সুলেমান সরকার, মমতাজ উদ্দীন, শেখ আক্তার হোসেন নানু, আবু বক্কর সিদ্দিক, তোজাম্মেল হক তোতা, আনোয়ার ইসলাম, তানিম আহমদ, সৈয়দ আবুল কাসেম, শাহাজাহান টিপু, মফিজ উদ্দীন মাছুম, মমতাজ উদ্দীন (পুলিশ), আদনান আহমেদ, ফখরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগটনের সদস্য জিয়াউল আহমদ জামিল এবং দোয়া পরিচালনা করেন যুবদল নেতা হাফিজ মো. শাহাবাজ আহমেদ।
অনুষ্ঠানে মরহুম প্রেসিডন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, কারামুক্তি এবং তারেক রহমানসহ বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে দোয়া করা হয়।
বগুড়া সোসাইটি ইউএসএ : বগুড়া সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল এবং কবরস্থানের জায়গা ক্রয়ের জন্য ফান্ডরেজিং অনুষ্ঠান গত ২৫ মার্চ নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটির সদস্যসহ বগুড়া প্রবাসী ও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।
সভার সভাপতি মনির আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সমিতির সকল অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।
কুষ্টিয়া জেলা সমিতি : গত ২৫ মার্চ রোজ শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান, পরিচালনায় ও সঞ্চালনায় ছিলেন চ্যানেল আই এর সাংবাদিক ও কুষ্টিয়ার কৃতি সন্তান আদিত্য শাহীন, নাজমুল আহসান দুলাল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য মোঃ গিয়াস উদ্দিন, মোঃ রাশেদুল আলম, মোঃ সাজেজুল ইসলাম সুজন, মোঃ হাফিজুর রহমান, মাসুদুল আলম লিপু ও মোঃ হালিম চৌধুরী, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু তালেব, প্রফেসর ড. মুন্সী মর্তুজা আলী, মোঃ ফাহাদ ফাতেহ, মোঃ জিন্নাত আলী খান,সহ সভাপতি আনোয়ারা মন্জু, ইফতার কমিটির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান, সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান, সমন্বয়কারী তৈয়ুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ যুবায়ের, যুগ্ম সদস্য সচিব সাজিদ হাসান প্রলয়, আশিক রহমান প্রচার সম্পাদক, সাহিত্য সম্পাদক লুবনা ইসলাম, কারিবুল ইসলাম, আবুহেনা মোস্তফা কামাল রয়েল, আসিফ ইকবাল সঞ্জয়, আরিফুজ্জামান, মোঃ ওবাইদুর রহমান, মোঃ মুক্তার হোসেন মুক্তা, মোঃ তোফাজ্জেল হোসেন, মোঃ রানা,শাহীন আহম্মেদ, সুমী,রাসেল রাইয়ান রামিন রাসেল, বদরুল আলম পান্না ও পান্না নাহার, মহিমাতুজ্জোহুরা, সুস্মিতা মান্নান, নাহিদ সুলতানা ও অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, মামনু টিউটরিয়ালের প্রতিষ্ঠাতা ও কর্ণধার শেখ আল মামুন, নিউইয়র্কের পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, জ্যাকসন হাইট্স বিজনেস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, সাবেক ভিপি সাখাওয়াত বিশ্বাস, স্বেচ্ছাসেবকলীগের কেন্দীয় কমিটির উপ আন্তর্জাতিক সম্পাদক ওহিদুজ্জামান লিটন, ফুলটন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ জাফর আহম্মদ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যশোর জেলা সমিতির সভাপতি তরিকুল ইসলাম বাদল, সাংবাদিক ও ফটোগ্রাফার তুষার পিক, যুবলীগ নেতা জাহিদ রহমান, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, কুষ্টিয়া অ্যাসোসিয়েশন থেকে মোঃ হামিদুল ইসলাম সভাপতি, উপদেষ্টা জালাল উদ্দীন, মমতাজ উদ্দীন, রবিউল ইসলাম সাবেক সভাপতি। এছাড়া উপস্থিত ছিলেন কমিনিউনিটি অ্যাক্টিভিস্ট ডাক্তার নাহিদ খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাদিয়া আফরিন সনি প্রমুখ ।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে (বাংলাদেশ সময় ২৬ শে মার্চ ) আলোচনা ও মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সকলে সমিতির বিগত দিনের কার্যক্রমে ভূয়শী প্রশংসা করেন। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম ফয়সাল জালালী। উনি কুষ্টিয়াবাসী সহ সকলের জন্য দোয়া করেন।