ইফতিখারকে ‘চাচা’ বলে ডাকেন ক্রিকেটাররা

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে দ্যুতি ছড়িয়েছেন। এবার তিনি বাংলাদেশে এসেছেন বিপিএল মাতাতে। ফরচুন বরিশালের হয়ে ব্যাট-বলে মাঠ মাতাচ্ছেনও। অভিজ্ঞ এই হার্ড হিটারকে কাছে পেয়ে টাইগার উদীয়মানরাও নিচ্ছেন দীক্ষা। তবে অবাক করা বিষয় হলো, ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে বরিশালের ক্রিকেটাররা ডাকেন ‘চাচা’ নামে। নিজ দেশের জাতীয় দলেও তাকে একই নামে ডাকা হয়।

ক্রিকেটার ইফতিখারের ‘চাচা’ নামের পেছনে আছে মজার এক গল্প। তিনি নিজেই জানালেন এই ডাকনাম হওয়ার নেপথ্যের কাহিনিটা।

গল্পটা জানাতে গিয়ে ইফতিখার বলেন, ‘আমাদের জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ ছিল। ব্রেন্ডন টেলর খেলছিল। আমি বোলিং করছিলাম। অধিনায়ক বাবর আজমকে বলছিলাম, আমার বল স্পিন করছে। মিড উইকেট সামনে এনে স্কয়ার লেগ বাইরে পাঠাও। কারণ টেলর খেলবে মিড উইকেটে কিন্তু স্পিনের কারণে বল যাবে স্কয়ার লেগে। পরের বলটিতে টেলর পা সরিয়ে মারলে বল উড়ে যায় স্কয়ার লেগ ফিল্ডারের হাতে। তখন বাবর বলতে শুরু করল, ওয়েল ডান! চাচা-এ-ক্রিকেট। মানে ও (বাবর) বলতে চেয়েছে যে আপনার এত বুদ্ধি, তাই আপনি চাচা-এ-ক্রিকেট।’

টেলরের উইকেট উদ্‌যাপনের সময় বাবরের কথাটা স্টাম্প মাইকে ধরা পড়ে। সেখান থেকেই পাকিস্তান সমর্থকদেরও ‘চাচা’ বনে যান ইফতিখার, ‘ম্যাচ শেষে মোবাইল হাতে নিয়ে দেখি সবাই আমাকে চাচা-চাচা বলে মেসেজ পাঠাচ্ছে। এটিই আসলে গল্প। মানুষ প্রায়ই বলে। আমিও এখন উপভোগ করছি। ব্র্যান্ড হয় না? মানুষ কোটি টাকা ঢালে তাতে। আমিও অমন একটা ব্র্যান্ড হয়ে গেছি।’

ইফতিখারকে এখন চাচা ডাকেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানও, ‘দলের ওরা তো বলেই ফেলে। সাকিবও চাচা বলে। সবাই মিলে গল্প করি। আড্ডা চলতে থাকে। দলের পরিবেশ ভালো থাকে। দলের পরিবেশ ভালো থাকলে পারফরম্যান্সও ভালো হবে।’

ঠিকানা/এনআই