ঠিকানা রিপোর্ট: হোয়াইট হাউজ ইমিগ্রান্টদের জরিমানা করার লক্ষ্যে বা ইমিগ্রেশন বেনিফিট বঞ্চিত করার জন্য যারা সরকারি কর্মসূচির কতিপয় ব্যবস্থার সুযোগ নিয়েছে, তাদের জন্য একটি প্রস্তাব পর্যালোচনা করে দেখছে বলে হোমল্যান্ড সিকিউরটি বিভাগ গত ২৯ মার্চ নিশ্চিত করেছে। প্রস্তাবিত বিধি পরিবর্তন যেকোনো ইমিগ্রান্ট আবেদন কার্যক্রম বাতিল করায় গ্রাউন্ড হিসেবে কতিপয় বেনিফিটের ব্যবহারকে নিষিদ্ধ করা হবে। যেসব আবেদন বাতিল করা হতে পারে তা হলো আমেরিকায় তাদের অবস্থান (বাকি অংশ ৯২ পাতায়)
ইমিগ্রান্টদের বেনিফিট কেড়ে নেয়ার প্রস্তাব
বাড়ানো অথবা গ্রিনকার্ডের আবেদন এবং পরবর্তীতে সিটিজেনশীপের আবেদন।
এই ব্যবস্থা নেয়া হচ্ছে ক্রমাগত বিত্তশালী ইমিগ্রান্টদের পক্ষে ইমিগ্রেশনকে নিয়ে যাওয়ার ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা। আর এসব করা হচ্ছে কংগ্রেসে কোনো আইন পাস না করে।
সমালোচকরা বলেন, এসব ব্যবস্থার লক্ষ্য আমেরিকার ইমিগ্রান্টদের আয় করার ক্ষমতা পরীক্ষা করে দেখা। যেসব বেনিফিট নিয়ে আবেদনে প্রশ্ন রাখা হবে তা হলো শিশুদের স্বাস্থ্যবীমা, ট্যাক্স ক্রেডিট এবং কোনো কোনো মেডিকেইড যা ইমিগ্রান্টদের বিরুদ্ধে নেতিবাচক দিক বলে ধরে নেয়া হবে।
ইমিগ্রান্টদের পরিবারের সদস্যরাও এই বেনিফিট গ্রহণের জন্য সমস্যায় পড়তে পারে। আমেরিকার কোনো সিটিজেনের স্ত্রী বা সন্তানরা যদি গ্রিনকার্ডের আবেদন করে থাকে তাহলে তাদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।
ট্রাম্প প্রশাসনের এই ব্যবস্থা ইমিগ্রান্টদের এদেশে অবস্থান করার মেয়াদ সীমিত করতে পারে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র জানান, এই প্রস্তাব হোয়াইট হাউজ অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের কাছে পাঠানো হয়েছে। এই প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়। মুখপাত্র এই প্রস্তাবের সুনির্দিষ্ট কোনো কমেন্ট করেনি। কিন্তু বলেছে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরটি বর্তমান ইমিগ্রেশন আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। এবং তার অনেকাংশ করা হচ্ছে করদাতাদের প্রতি সম্মান জানিয়ে।
কেন এই পরিবর্তন সমস্যার সৃষ্টি করবে? আমেরিকার আইনে কর্তৃপক্ষকে ক্ষমতা দেয়া হয়েছে যে, যদি মনে করা হয় কোন ইমিগ্র্যান্ট সরকারের ওপর বোঝা হবে অর্থাৎ সরকারি চার্জে পড়বে। তাহলে তার আবেদন বাতিল করা যাবে। ১৯৯০ সাল থেকে তার অর্থ ছিল যে, ইমিগ্রান্টদের এই তথাকথিত ক্যাশ বেনিফিট ব্যবহার করা উচিত নয়। কিন্তু অনেকগুলো কর্মসূচির বেনিফিট এই বিবেচনার আওতায় আসতো না।
কিন্তু নতু¡ন বিধিতে কতিপয় মেডিকেইড কর্মসূচি, শিশুদের স্বাস্থ্য বীমা কর্মসূচি, ফুডস্ট্যাম্প, ওবামার ভর্তুকিকৃত স্বাস্থ্য ব্যবস্থা এবং আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়।
এতে এক পরিবর্তনে দেখা যায় শিক্ষা কর্মসূচির অধীনে শিশুদের বেনিফিটে কোনো পরিবর্তন হবে না। হোড স্টার্টের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। যেমন ভেটেরান বেনিফিটের ক্ষেত্রেও ছাড় দেয়া হয়েছে। এই বিধি প্রকাশ্যে ইমিগ্রান্ট কিংবা তাদের পারিবারকে কোনো বেনিফিট গ্রহণে বাধা দেবে না। বরং তাতে অফিসারদের কর্তৃত্ব দেয়া হবে এই মর্মে যে, যে কর্মকর্তা তাদের গ্রিনকার্ডের রেসিডেন্সি ভিসা মূল্যায়ন করবে তাদেরকে এসব কর্মসূচি ইমিগ্রান্টদের বিরুদ্ধে কাউন্ট করা এবং তাদের ক্ষমতা দেয়া হবে এসব কারণে আবেদন নাকচ করার। এমনকি এসব কর্মসূচি যদি পরিবারের একজনও ব্যবহার করে থাকেন। এই সিদ্ধান্ত যে সব ইমিগ্রান্ট আমেরিকায় বসবাস করতে চায় তাদের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে। যদি তারা কোনো পাবলিক বেনিফিট গ্রহণ করে অথবা তাদের পরিবারের সদস্যরা তা করে থাকে তাদেরকে ভবিষ্যতে এদেশে থাকার অধিকার বঞ্চিত করা হতে পারে। এসবের মধ্যে তাদের জন্য বা তাদের সন্তানদের জন্য স্বাস্থ্যবীমা ভর্তুকিও অন্তর্ভুক্ত অথবা অন্যক্ষেত্রে ট্যাক্স ক্রেডিট ভর্তুকিও রয়েছে।