ইমিগ্রেশন নিয়ে হাউজে ভোটের জন্য রিপাবলিকানদের অনেকেই সোচ্চার

ঠিকানা রিপোর্ট : ইমিগ্রেশন নিয়ে রিপাবলিকান দলের মধ্যে বিভক্তি এখন চরমে। একদিকে একদল রিপাবলিকান যারা আগামী মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের প্রমাদ গুনছেন তারা মনে করেন ইমিগ্রেশন বিল পাস করা হচ্ছে তাদের রক্ষাকরণ। অন্যদিকে ইমিগ্রেশন বিরোধী ট্রাম্প অনুসারীরা তা চান না। তারা ট্রাম্পের কথায় সায় দিয়ে চলতে চান। কারণ তাদের জেতার জন্য কট্টরপন্থী রক্ষণশীলদের প্রয়োজন।
সিনেটর জন ম্যাককেইন গত ২৬ মে এক টুইটে হাউজ অব রিপ্রেজেনটেটিভ এর ইমিগ্রেশন বিলের ওপর এক ভোট অনুষ্ঠানের সমর্থন করেন। তিনি বলেন, আমি ইমিগ্রেশন সংস্কারের জন্য এক ডিসচার্জ পিটিশনের মধ্যে এর ওপর বিতর্ক অনুষ্ঠান পুনরায় চালু করা সমর্থন করি। এবং ভোটের জন্য ইউএসএ আইন আবার পেশ করার কথা বলি। আরিজোনায় এই সিনেটর বলেন, কংগ্রেস এই সংকটপূর্ণ ইস্যুকে পাশ কাটাতে পারে না। কারণ এই ইস্যু অনেক জীবনকে প্রভাবিত করে। উভয়দলের আইন প্রণেতাদের অনেকে যেমন টেক্সাসের উইল হার্র্ভ, ক্যালিফোর্নিয়ার জেক দিরগম, এবং ফ্লোরিডার কার্লোস কারবেলো আমেরিকাকে ঐক্যবদ্ধ ও নিরাপদ করার একটি বিল সিকিউরিং আমেরিকা অ্যাক্ট পেশ করেছেন গত জানুয়ারি মাসে। এই বিল ‘ডাকা’র অধীন যেসব ইমিগ্র্যান্ট এদেশে শিশু অবস্থায় এসেছে তাদের রক্ষা করবে।
ম্যাককেইন এর সাথে সাযুজ্য রেখে সিনেটে গত ফেব্রুয়ারিতে আরেক বিল পেশ করেন। এই আইন আমেরিকা মেক্সিকো সীমান্তে আরও সিকিউরিটি দেয়া নিশ্চিত করবে।
এদিকে প্রতিনিধি পরিষদে এই বিলের ওপর ভোটগ্রহণ করতে একটি প্রস্তাব সবার হাতে হাতে ঘুরছে। তাতে ২১৮ জনের সই এর প্রয়োজন হবে। গত ২৪ মে পর্যন্ত ২৩ রিপাবলিকান ও ১৯০ ডেমক্রেট তাতে সই করেছেন। ম্যাককেইন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ডাকা বিলুপ্তিকরণ এক ভুল সিদ্ধান্ত। এদিকে আমেরিকার চেম্বার অব কমার্স টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসগণ উইল হার্ভ এর ড্রিমারদের সমর্থনকে স্বাগত জানিয়েছে। চেম্বার ইমিগ্রেশনকে কেন্দ্র করে ২০১৮ সালের নির্বাচন মাইকেলে ভোট ক্যারিশমাইনকেও সমর্থন করে। গত ৩১ মে বৃহস্পতিবার এক বিজ্ঞাপনে বলা হয় উইল হার্ভ ইমিগ্র্যান্টদের রক্ষার জন্য সংগ্রাম করছেন। তিনি নতুন বর্ডার সিকিউরিটির জন্যও কথা বলছেন। আমাদের কমিউনিটিকে রক্ষা করবে। উইল হার্ভ সবার জন্য কাজ করছেন। ড্রিমারদের রক্ষা মানে ‘ডাকা’ কর্মসূচি রক্ষা। প্রেসিডেন্ট ট্রাম্প তা বন্ধ করেছেন। যদিও একটি কোর্ট অর্ডার অস্থায়ীভাবে ট্রাম্পের আদেশ স্থগিত করেছে। হার্ভ তার পক্ষে প্রচারণা চালাচ্ছে। আর মাত্র ২১৮ হতে ৫ ভোটের প্রয়োজন। আর ২১৮ ভোট ড্রিমারদের পক্ষে হলে তার ওপর কংগ্রেসে ভোট নেয়া সম্ভব। তা ড্রিমারদের পক্ষে যাবে। হার্ভ এর বিরুদ্ধে ডেমক্রেট জিনা অর্টিজ জেনি লড়াই করছেন। ইউএসএ টুডে বলেছে, চেম্বার টেলিভিশন ও ডিজিটাল ক্যাম্পেইনে হার্ভ এর জন্য লাখ ডলার খরচ করবে। চেম্বার বরাবরই ট্রাম্প প্রশাসনের কুখ্যাত ইমিগ্রেশন নীতির বিরোধী। তারা অবৈধদের বৈধতা দেয়ার পক্ষে। এই চেম্বার ‘ডাকা’ বন্ধের জন্য ট্রাম্পের সমালোচনা করেন।