ইমিগ্র্যান্ট এল্ডার ও বারী হোম কেয়ারের সহায়তায় সদস্যদের জন্য ৮’শ ডলার বাসা ভাড়া

ঠিকানা রিপোর্ট : বিভিন্ন হোমকেয়ারের উদ্যোগে নিউইয়র্ক সিটিতে সেবাগ্রহীতাদের বাসা ভাড়া দেওয়া হচ্ছে, যার পরিমাণ ৮০০ ডলার। একাধিক হোমকেয়ার এই সুবিধা দিচ্ছে। ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার ও বারী হোমকেয়ারও এই সুবিধা দিচ্ছে। এছাড়াও তারা বিভিন্ন সুবিধা দিচ্ছে।
নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এলএলসি তাদের মেম্বারদের বাসা ভাড়া বাবদ অতিরিক্ত ৮০০ ডলার পেতে সহযোগিতা করছে। সিটির একটি প্রজেক্ট থেকে এ সহায়তা পেতে হোম কেয়ারগুলোর তাদের নতুন ও পুরাতন মেম্বারদের ফরম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা করে যাচ্ছে। ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এলএলসি’র চেয়ারম্যান গিয়াস আহমেদ এ তথ্য জানিয়েছেন।
গিয়াস আহমেদ বলেন, আমাদের প্রতিষ্ঠান নিউইয়র্কের একটি বিশ্বস্ত হোম কেয়ার প্রতিষ্ঠান। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজোন পার্ক, লং আইল্যান্ড ও বাফেলোতে আমাদের অফিস রয়েছে। এ অফিসগুলোর মাধ্যমে আমরা মেম্বারদের চাহিদা মতো সেবা এবং সর্বোচ্চ পেমেন্ট করে আসছি। আমরা সব সময় ভাবনায় থাকি আমাদের মেম্বারদেরকে কি কি অতিরিক্ত সুবিধা দেয়া যায়। এবার আমরা সিটির একটি প্রজেক্ট থেকে মেম্বারদের বাসা ভাড়া বাবদ অতিরিক্ত ৮০০ ডলার পাওয়ার ব্যাপারে ফরম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা দিয়ে আসছি। এছাড়া প্রতিটি মেম্বার যাদের সেন্টার লাইট এবং এমএলটিসি ইন্স্যুরেন্স রয়েছে, তারা মাসিক হোম কেয়ার সুবিধার পাশাপাশি ১৭০ ডলারের একটি ওটিসি (ওভার দা কাউন্টার) কার্ড পাবেন। যা দিয়ে তারা গ্রোসারি বা বাজার করতে পারবেন। এছাড়া মেম্বারদের প্রত্যেকেই একটি ফ্রি আইপ্যাড এবং এক বছরের জন্য ফ্রি ইন্টারনেট সুবিধারও ব্যবস্থা করছে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার।
এদিকে বারী হোমকেয়ারের উদ্যোগে নিউইয়র্ক সিটিতে সেবাগ্রহীতাদের বাসা ভাড়া দেওয়া হচ্ছে, যার পরিমাণ ৮০০ ডলার। তারা এর পাশাপাশি যেসব মেম্বারের সেন্টার লাইট ও এমএলটিসি ইন্স্যুরেন্স রয়েছে, তাদের মাসিক হোমকেয়ার সুবিধার পাশাপাশি ১৭০ ডলারের ওটিসি (ওভার দ্য কাউন্টার) কার্ড দেওয়া হচ্ছে। মেম্বারদের প্রত্যেকেই একটি ফ্রি আইপ্যাড এবং এক বছরের জন্য ফ্রি ইন্টারনেট সুবিধা পাবেন।
বারী হোমকেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসা ভাড়ার এই অতিরিক্ত সুবিধা যেমন বর্তমান মেম্বাররা পাবেন, তেমনি নতুন করে কেউ যদি বারী হোমকেয়ারের মাধ্যমে হোমকেয়ার সার্ভিসের জন্য আবেদন করেন, তারাও পাবেন। নতুন মেম্বারদের জন্য যাবতীয় পেপার ওয়ার্কস বারী হোমকেয়ারের পক্ষ থেকেই সম্পন্ন করা হবে।
বারী হোমকেয়ারের সিইও আসেফ বারী টুটুল বলেন, নিউইয়র্কে হোমকেয়ার সার্ভিস অত্যন্ত জনপ্রিয়। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোমকেয়ার দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের হোমকেয়ার সেবা দিয়ে আসছে। বারী হোমকেয়ার নিউইয়র্ক স্টেটের আইন মেনে সহজ পদ্ধতিতে মেডিকেড অনুমোদিত সিডিপেপ প্রোগ্রাম নিয়ে কাজ করে এবং দ্রুত হোমকেয়ার সার্ভিস দিয়ে থাকে।
উল্লেখ্য, বারী হোমকেয়ার চলমান কেস ট্রান্সফার করে, সর্বোচ্চ ঘণ্টা এবং সর্বোচ্চ আয়ের নিশ্চয়তা প্রদান করে। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজোন পার্ক, লং আইল্যান্ড, বাফেলোসহ বারী হোমকেয়ারের সব কটি অফিস দীর্ঘদিন ধরে কমিউনিটিতে বয়স্ক ও অক্ষম ব্যক্তিদের সর্বক্ষণ সেবা দিয়ে চলেছে।