ইরানে মাসা আমিনি হত্যার প্রতিবেদন প্রকাশ

ঠিকানা অনলাইন : ইরানে পুলিশি হেফাজতে তরুণী মাসা আমিনির মৃত্যু অসুস্থতায় হয়েছে বলে জানিয়েছে দেশটির ফরেনসিক মেডিকেল অর্নাইজেশন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই মেডিকেল প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনে বলা হয়েছে, মাথায় বা কোনো অঙ্গে আঘাতের কারণে মাসা আমিনির মৃত্যু হয়নি।

হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নৈতিক পুলিশ মাসা আমিনিকে আটক করেছিল। পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়। মাসার পরিবারের দাবি, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনায় মামলাও করেছে।

ইরানের ফরেনসিক অর্গানাইজেশন এক প্রতিবেদনে জানিয়েছে, মাসা আমিনির মৃত্যু মাথা ও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে আঘাতের কারণে হয়নি। আট বছর বয়সে তার মস্তিষ্কে টিউমারের অস্তিত্ব পাওয়া যায়। তখন অস্ত্রোপচার হয়েছিল। তার মৃত্যু এ অস্ত্রোপচারের সঙ্গে সম্পর্কিত।

মাসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ ঠেকাতে দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটসের তথ্যমতে হিজাব বিরোধী ও মাসা আমিনির হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিরাপত্তাকর্মীরা ১৫৪ জনকে হত্যা করেছেন। গ্রেপ্তার করা হয়েছে কয়েকশ ব্যক্তিকে।

ঠিকানা/এসআর