ইলিনয়ে গোলাগুলিতে নিহত ৬ এবং গুলিবিদ্ধ ৫ পুলিশ কর্মকর্তা

ঠিকানা ডেস্ক : ইলিনয়ের অরোরা সিটিতে অবস্থিত খ্যাতনামা হেনরী প্র্যাট কোম্পানীর কারখানায় বরখাস্ত হওয়ার উপক্রম শ্রমিক গ্যারী মার্টিন গুলি করে ৫ সহকর্মীকে খুন এবং গুলিবিনিময়কালে ৫ পুলিশ কর্মকর্তাকে আহত করার পর পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে। উত্তর আমেরিকার সর্ববৃহৎ ওয়াটার ভালভ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হ্যানরী প্র্যাট কোম্পানীর অরোরা সিটির কারখানায় এই অনাকাঙ্খিত ঘটনা সংঘটিত হয়েছে বলে ১৬ ফেব্রুয়ারি জানা গেছে।

অরোরা পুলিশ প্রধান ক্রিস্টেন জিম্যান জানান, ৪৫ বছর বয়স্ক খুনী শ্রমিক মার্টিন ১৫ বছর ধরে কোম্পানীতে কাজ করে আসছিল। ১৫ ফেব্রুয়ারি কর্মস্থলে হাজির হওয়ার পর মার্টিনকে জানানো হয় যে তাকে বরখাস্ত করা হয়েছে। হিতাহিত জ্ঞানহারা মার্টিন তৎক্ষণাৎ ফ্যাসিলিটির অভ্যন্তরে লেজার স্কোপ সজ্জিহ পিস্তলের সাহায্যে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে। হামলার খবর শোনামাত্রই মিনিটের মধ্যে ২৯ হাজার বর্গফুট বিশিষ্ট ভবনে পুলিশ অভিযান শুরু করে। জিম্যান বলেন, সর্বপ্রথম অরোরা পুলিশ বিভাগের ৪ জন কর্মকর্তা ভবনে হাজির হন এবং তাদের মধ্যে ২জন গুলিবিদ্ধ ও আহত হন।

মুহূর্তের মধ্যে এক ঝাঁক পুলিশ কর্মকর্তা অভিযানে অংশ নেন এবং গুলি বিনিময়কালে সর্বমোট ৫ জন কর্মকর্তা গুলিবিদ্ধ হন এবং পুলিশেল গুলিতে হামলাকারী মার্টিনের জীবন লীলার অবসান হয়। জিম্যান বলেন, গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তাদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তারা সুস্থ আছেন। তিনি আরও জানান যে পুলিশ কর্মকর্তাদের কয়েকটি দল দুর্বৃত্তের অবস্থান নির্ণয় করতে এবং তাকে আত্মসমর্পণে বাধ্য করতে ফ্যাসিলিটির অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। তারা মার্টিনের সাথে গুলি বিনিময়ে বাধ্য হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে খুন করা হয়।

এদিকে ঘাতক শ্রমিকের বোন পরিচয়দাতা টামেকা মার্টিন রেডিও স্টেশন ডবিøউবিইজিকে জানান যে তার ভ্রাতা কোম্পানী থেকে বিদায় নেয়ার পর্যায়ে ছিল। মার্টিনের জননী জানান, তার পুত্র চাকরি খোয়া যাওয়ার ভয়ে হতবুদ্ধি ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল। তিনি বলেন, সম্ভবত চাকরি হারাণোর ধাক্কা সামলাতে না পেরে সে এই অঘটন ঘটিয়েছে।

হ্যানরী প্র্যাট কোম্পানীর কর্মচারি জন প্রবোস্ট বলেন, এক ব্যক্তি গুলি ছুড়ছিল এবং তার শরীর থেকে রক্ত ঝরছিল। সে এদিক-সেদিক ছুটোছুটি করছিল এবং অনেকগুলো গুলির আওয়াজ শুনেছি। সে আরও জানায় একজন শ্রমিক দৌড়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছে।

এ অনাকাঙ্খিত প্রাণহানি ঘটনায় অরোরার মেয়র রিচার্ড আরভিন, হত্যাকান্ডের শুক্রবারকে অরোরার ইতিহাসের কালো দিবস হিসেবে অভিহিত করেছেন। আরভিন আরও বলেন, আমাদের দেশে এ ধরনের মাস শুটিং হরহামেশা সংঘটিত হচ্ছে যা জাতির জন্য অত্যন্ত কলঙ্কজনক বিষয়। তিনি বলেন, আমাদের সংঘবদ্ধভাবে এর বিহিত খোঁজা উচিত।

 ইলিনয় গভর্নর জে বি প্রিটজকার, দুর্বৃত্তের হানায় যারা মূল্যবান প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশের ভাষা আমার জানা নেই। আমরা গোটা দেশবাসী এজন্য গভীরভাবে মর্মাহত। তিনি স্বজনহারাদের প্রতি স্টেটের পক্ষ থেকে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এই টুইট বার্তায় ইলিনয়, অরোরার পুলিশ বাহিনীর দুঃসাহসী পদক্ষেপ এবং চটজলদি ব্যবস্থা গ্রহণের ভূয়সী প্রশংসা করেন ও আহত পুলিশ কর্মকর্তাদের দ্রæত আরোগ্য কামনা করেন। তাছাড়া স্বজনহারাদের প্রতিও তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।