ঠিকানা অনলাইন : জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলের বিরুদ্ধে ১৬৩টি দেশ ভোট দিয়েছে। ফিলিস্তিনের সার্বভৌমত্ব এবং সেখানকার জনগণের অধিকারের পক্ষে জাতিসংঘে একটি প্রস্তাবের ওপর ওই ভোটাভুটি হয়।
জানা গেছে, ১৯ নভেম্বর বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত এই ভোটে কেবল যুক্তরাষ্ট্র, কানাডা, নাউরু, মার্শাল আইল্যান্ড ও মাইক্রোনেশিয়া ইসরাইলের পক্ষে ভোট দিয়েছে। ১৬৩ দেশের ভোট পড়ে ফিলিস্তিনের পক্ষে।
এই ভোটকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলি দখলদারদের বিরুদ্ধে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া জানিয়েছে।
ঠিকানা/এনআই