ইসলামিক শিক্ষার সুযোগ প্রসারিত করুন

দারুল উলুমকে জরুরি সাহায্যের আহ্বান

ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্রে মুসলমানদের ধর্মীয় উচ্চ শিক্ষা, গবেষণা কার্যক্রম এবং মূল্যবোধকে সমুন্নত রাখার মহান প্রয়াসে ১৯৯৭ সালে নিউ ইয়র্ক সিটিতে স্থাপন করা হয়েছিল দারুল উলুম নিউ ইয়র্ক ইন্সটিটিউট অব হায়ার ইসলামিক অ্যান্ড একাডেমিক এডুকেশন। প্রতিষ্ঠা লগ্নের পর উক্ত প্রতিষ্ঠান থেকে অদ্যাবধি ২০০ হাফিজ এবং ১০০ উলামা কৃতিত্বের সাথে লেখাপড়া সম্পন্ন করে কর্মক্ষেত্রে অভাবনীয় দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ৩১১ জন বালক এবং ২২৫ জন বালিকাসহ সর্বমোট ৫৩৬ জন ছাত্র-ছাত্রী উক্ত প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটির আফটার স্কুল কর্মসূচিতেও ১২০ জন বালক ও ৮০ জন বালিকাসহ সর্বমোট ২০০ ছাত্র-ছাত্রী রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র-ছাত্রীদের শ্রেণীকক্ষ এবং ছাত্রাবাস হিসেবে ব্যবহারের জন্য একটি ভবন ভাড়া নেয়া হয়েছিল।

দারুল উলুম কর্তপক্ষ সূত্রে জানা গেছে, ২০১১ সালে দারুল উলুম কর্তৃপক্ষ একটি ভবন ক্রয় করেন এবং সেখানে আলিম ক্লাশ/আলিম ডিপার্টমেন্ট স্থানান্তর করা হয়। বালিকাদের নাজিরা কোর্স ও হাফিজ কোর্স ২০১৩ সালে একটি নতুন ভাড়া বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হয়। ভাড়া করা ৫০ হাজার বর্গফুটের এই ভবনটিতে একটি মসজিদও প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও স্থানীয় মুসল্লিরা এ মসজিদে নামাজ আদায় করে থাকেন। আরো উল্লেখ্য যে, মসজিদে সহস্রাধিক মুসলমান একত্রে জুম্মার নামাজ আদায় করেন।

সূত্র জানান, বর্তমানে ভবনটির জন্য কর্তৃপক্ষকে প্রতিমাসে ৪০ হাজার ডলার ভাড়া পরিশোধ করতে হয়। দুর্ভাগ্যক্রমে একমাস আগে ভবনের মালিক মারা যাওয়ায় তার উত্তরাধিকারী স্ত্রী এবং সন্তান-সন্ততিরা মাসিক ভাড়া হিসেবে ৭০ হাজার ডলার দাবি করেন এবং ভবনটি বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেন।

২০১৮ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ার মধ্যেই দারুল উলুম কর্তৃপক্ষকে ভবনটি ক্রয়ের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। দারুল উলুম কর্তৃপক্ষ বলছেন, দুর্ভাগ্যবশত বেঁধে দেয়া সময়সীমার মধ্যে ভবনটি ক্রয়ে ব্যর্থ হলে তাদের ৫৩৬ জন ছাত্র-ছাত্রীর ভবিষ্যত নিয়ে গভীর উৎকণ্ঠায় রয়েছেন। কারণ এই সময়ে তারা উল্লেখিত ছাত্র-ছাত্রীদের সরিয়ে নেয়ার কোন জায়গা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে সকলের সর্বাত্মক  আর্থিক সহযোগিতা ছাড়া এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয় বলে কর্তৃপক্ষ মনে করছেন।

দারুল উলুম ইন্সটিটিউটের প্রেসিডেন্ট জনাব বরকত উল্লাহ সকলের সহযোগিতা চেয়েছেন একান্তভাবে। তিনি বলেন, মুসলমানদের ধর্মীয় উচ্চ শিক্ষা, গবেষণা কার্যক্রম এবং মূল্যবোধকে সমুন্নত রাখার স্বার্থে এ বিষয়ে সবাইকে এগিয়ে আসা উচিত। তিনি এক বর্গফুটের মূল্য বাবদ ৩০০ ডলার, একটি মুসাল্লার জন্য ৩ হাজার ডলার অথবা যে কোন ধরনের অনুদানের জন্য সকলের মুক্তহস্তে দানে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা আশা পোষণ করছি, মহান আল্লাহর দ্বীনের খাতিরে আপনাদের উদারহস্তে দান- এই মহতি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। আল্লাহ সকলের ইহকাল ও পরকালে কল্যাণ দান করেন।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা : 150-15 Hillside Avenue, Jamaica, New York 11432| †dvb : 718-523-9195| Web, Facebook, twitter, YouTube :duny.us.