ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন সরকারের সাবেক সচিব আরাস্তু খান। তার জায়গায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. নাজমুল হাসানকে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) আরাস্তু খান পদত্যাগপত্র জমা দিলে বোর্ড সভায় তা গ্রহণ করা হয়।
ইসলামী ব্যাংকের পরিচালক হেলাল আহমেদ চৌধুরী বলেন, ‘আজ (মঙ্গলবার) ব্যাংকের বোর্ড সভায় আরাস্তু খান পদত্যাগ করলে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. নাজমুল হাসানকে।’
ইসলামী ব্যাংক সূত্র বলছে, গত বছরের ৫ জানুয়ারি ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তনের যে ধারা শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় ৫ এপ্রিল পদত্যাগের ঘটনা ঘটে। সেই একই ধারাবাহিকতাতেই এবার সরে দাঁড়াতে হলো আরাস্তু খানকে।
গত বছরের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আসে। ওই সময় ব্যাংকের তৎকালীন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে অপসারণ করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে আব্দুল হামিদ মিয়া ও চেয়ারম্যান পদে সরকারের সাবেক সচিব আরাস্তু খানকে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্য দিয়ে ব্যাংকটিকে জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা হয়।