ঠিকানা রিপোর্ট : প্রেসিডেন্ট ট্রাম্পের আধ্যাত্মিক উপদেষ্টা পাওলা হোয়াইট নামের এক নারী গত সপ্তাহে বলেছেন যে, হযরত ইসা (আ.) বা তার ভাষায় জেসাস যদি ইমিগ্রেশন আইন ভঙ্গ করতেন তাহলে পাপ করতেন এবং তিনি আমাদের নবী হতে পারতেন না (নাউজুবিল্লাহ)।
হোয়াইট সম্প্রতি ভার্জিনিয়ার এক ইমিগ্র্যান্ট ডিটেনশন সেন্টার সফর করার সময় খ্রিস্টিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক (সিবিএন) এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, অবৈধ প্রবেশের জন্য আটককৃত ইমিগ্র্যান্ট এবং মিসরে জেসাসের রিফিউজি হওয়ার মধ্যে ভিন্নতা রয়েছে।
ম্যাথিও’র ধর্মীয় গ্রন্থে বর্ণনা করা হয় জেসাস ও তার মাতা মেরী ও পিতা জোসেফ মিসরে যান, যখন রাজা হেরড তাকে মারতে চান।
হোয়াইট বলেন, অনেকে এই বর্ণনাকে প্রসঙ্গহীনভাবে তুলে ধরেছেন। কারণ জেসাস রিফিউজি ছিলেন এবং মিসরে তিনি সাড়ে তিন বছর বসবাস করেছিলেন। কিন্তু তা অবৈধ ছিল না। যদি তিনি এই আইন ভাঙতেন তাহলে তিনি পাপী হতেন এবং তিনি আমাদের নবী হতে পারতেন না।
হোয়াইট ডিটেনশন সেন্টারে তার সাক্ষাৎকারের সময় বলেন, কঠোর বর্ডার কন্ট্রোলের মাধ্যমে তার মতামতের ১০০ ভাগ প্রতিফলন হয়েছে। হোয়াইট ১৬ বছর ধরে ট্রাম্পের উপদেষ্টা।