ইয়োলো সোসাইটির জমজমাট রজত জয়ন্তী উদযাপন

ঠিকানা রিপোর্ট : শীতের রাত, বৃষ্টিস্নাত সন্ধ্যা, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে রজত জয়ন্তী উৎসবে উপচেপড়া ভিড়ে হল কাণায় কাণায় ভরে উঠে। শৃঙ্খলা, আবেগ, উচ্ছ্বাস, সাদরে অতিথিদের বরণ, আপ্যায়ন, অতীত স্মৃতি রোহন্থন, সংগঠনের অতীত কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, পরস্পারিক শ্রদ্ধা ও সহযোগিতা সবকিছু মিলিয়ে গত ২৪ নভেম্বর ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনক জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে রজত জয়ন্তী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে এক অন্যরকম মাত্রা যুক্ত হয়। আনন্দের ফল্গুধারায় আবাল বৃদ্ধ বণিতার উপস্থিতি ছিল মুখরিত। উৎসবের প্রারম্ভ থেকে অতিথিদের অভ্যর্থনা, আপ্যায়ন খোঁজ-খবর নেয়া, যত্নশীল হওয়া সবার দৃষ্টি কাড়ে। বিশেষ করে শাখাওয়াত বিশ্বাসের সংবাদকর্মীদের প্রতি যত্নশীল প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানের প্রারম্ভে বাংলাদেশ-আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সদস্য সচিব আনিসুর রহমান ফরিদ, রজত জয়ন্তী উৎসবের আহ্বায়ক আবহাওয়াবুল চৌধুরী আরবাব, কমিউনিটি এক্টিভিস্ট সরওয়ার এম ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ আলম।
মোড়ক উন্মোচনা : রজত জয়ন্তী উপলক্ষে মাজহারুল হান্নান প্রিন্স, আবু জাফর আকন্দ, এসএম জুয়াহেরুল রহমানের (জুয়েল) এর তত্ত্বাবধানে মালঞ্চ ২০১৮ নামের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সাদিয়া ফয়জুননেছা। মোড়ক উন্মোচনের পূর্বে বক্তব্যে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, পেশাগত কাজে আপনাদের সততার প্রশংসার দাবি রাখে। আপনার প্রত্যেকেই একেকজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। দেশের উন্নয়নের কথা তুলে ধরে কনসাল জেনারেল বলেন, বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। সে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সকলের অংশগ্রহণের আহ্বান জানান। বিনিয়োগ প্রসঙ্গে সাদিয়া ফয়জুনেছা বলেন, আপনাদের বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে। বক্তব্য শেষে মালঞ্চ ২০১৮ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। কনসাল জেনারেলকে ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সভাপতি মাহবুবুল বারী ফেরদৌস। মোড়ক উন্মোচন, ক্রেস্ট প্রদান ও প্রধান অতিথির বক্তব্যের পর বর্তমান কমিটি মঞ্চে উপস্থিত হন। এদের মধ্যে ছিলেন সভাপতি মো. জহিরুল ইসলাম, সহ সভাপতি আবওয়াবুল চৌধুরী আরবান, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন তোফা, কোষাধ্যক্ষ শহিদুল হক রওশন, সহ কোষাধ্যক্ষ ফিরোজ আহমদ, সাংগঠনিক সম্পাদক সবুল চন্দ্র হালদার সাংস্কৃতিক সম্পাদক আনিছ রহমান ফরিদ, ক্রীড়া সম্পাদক একেএম এম রশীদ, প্রচার সম্পাদক হাফিজ আহমদ এঞ্জেল, অফিস সম্পাদক একে এম আবু হানিফ, কার্যকরী সদস্য মোরশেদ খান শিবলী, কবির হোসেন আলতাফ, শেখ ইলিয়াস হাবিব, মাহবুব হোসেন।
মোড়ক উন্মোচন ও শুভেচ্ছা বক্তব্যের পূর্বে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেছা ৭০ দশকের খ্যাতিম্যান সংগঠিত জগতের প্রবাদ পুরুষ সুবির নন্দীর প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন। এ সময় সুবির নন্দী ও দিনাত জাহান মুন্নিকে ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনক এর পক্ষ থেকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

শেষ কথা : ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনক আয়োজিত রজত জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সাবেক সভাপতি সেক্রেটারিসহ বর্তমান কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। কেক কাটার পূর্বে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি থেকে বিগত কমিটির সভাপতিদ্বয়কে মঞ্চে ডেকে এনে পরিচয় ও তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করা হয়। পরিচিতি অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ আলম সংগঠনের প্রতিষ্ঠাকাল, স্থান ও তৎকালীন সময়ে যারা সাহায্য-সহযোগিতা করেছেন তাদের কথা স্মরণ করেন এবং এ সংগঠনের রজত জয়ন্তী পালনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের এবং সে সাথে বর্তমান কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিনোদনের জন্য সংগীত ও জাদু প্রর্দশনী ছিল। জাদু প্রদর্শন করেন শারা ও মার্শ মেলো। সংগীত পরিবেশন করেন সুবির নন্দী, দিনাত জাহান মুন্নি, স্থানীয় শিল্পীয় তানভীর শাহীন প্রমুখ।