মোহাম্মদ এন মজুমদার
পৃথিবীর প্রায় সব দেশের মানুষই যুক্তরাষ্ট্রের স্টেটগুলোতে ভ্রমণে আগ্রহী। নিউইয়র্ক, ফ্লোরিডা, টেক্সাস, ওয়াশিংটন ডিসিসহ বৈচিত্র্যমন্ডিত ও সুন্দর, সমৃদ্ধ দেশটিতে আসার আগ্রহ পৃথিবীব্যাপী মানুষের উত্তরোত্তর বাড়ছে। এছাড়াও রোগী দেখা, সন্তান-সন্ততি প্রসবের সময় প্রসূতির উন্নতমানের সেবাদান নিশ্চিত করা, গ্র্যাজুয়েশন, বিয়ে, জন্মদিন, সুইট সিক্সটিন ইত্যাদি উপলক্ষেও ভিন দেশের লাখ লাখ মানুষ ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পান। ব্যবসা-বাণিজ্যের জন্যও ই-১ ভিসা চালু রয়েছে।
মোটামুটি ব্যবসা বা ভ্রমণ- উভয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রেই ভিসাপ্রার্থীকে কতিপয় সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। শুরুতে ভিসাপ্রার্থীকে প্রমাণ করতে হয় যে, তিনি সুনির্দিষ্ট প্রয়োজনে এবং সুনির্দিষ্টকালের জন্য সুনির্দিষ্ট স্থানসমূহ ভ্রমণ করার জন্য যুক্তরাষ্ট্রে আসবেন। সুনির্দিষ্টকাল থাকার পর যথারীতি স্বদেশে ফিরে যাবেন। তাই ভিসাপ্রার্থীকে প্রদর্শন করতে হবে যে যাতায়াতের টিকেট এবং প্রয়োজনীয় অর্থ ব্যয়ের সক্ষমতা তার রয়েছে।
ভিসা প্রার্থীদেরকে আরও প্রমাণ করতে এবং সাক্ষাৎকার কর্মকর্তাকে সন্তুষ্ট করতে হয় যে, অভিবাসী যুক্তরাষ্ট্রর জন্য বোঝা বা দায় হবে না এবং যুক্তরাষ্ট্রে যাতায়াত এবং অবস্থান করার মত প্রয়োজনীয় আর্থিক সঙ্গতি প্রার্থীর রয়েছে। স্বদেশে নিজস্ব বাড়ি-ঘর, আবাসস্থল, চাকুরি-ব্যবসা ও পরিবারের অন্যান্য সদস্য রয়েছে এবং যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশে ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা প্রার্থীর রয়েছে।
বিজিনেস বা ব্যবসায়িক ভিসা পাওয়ার জন্য প্রার্থীকে প্রমাণ করতে হয় যে, যুক্তরাষ্ট্রের কোন ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানির সাথে ভিসা প্রার্থীর ব্যবসায়িক বৈঠক বা মিটিং রয়েছে এবং উক্ত মিটিংয়ে ভিসা প্রার্থীর সশরীরে অংশগ্রহণ অত্যাবশ্যক। বিজিনেস ভিসার ক্ষেত্রে উভয় পক্ষের লেনদেন সংক্রান্ত কাগজপত্র, দলিল, কন্ট্রাক ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কাগজপত্র দেখে সাক্ষাৎকার গ্রহনকারী কর্মকর্তা সন্তুষ্ট হলেই একজন ভিসা প্রার্থীকে ভিসা দেয়া হয়।
যুক্তরাষ্ট্র থেকে স্পন্সর এবং স্বাগতপত্র বা ডবষপড়সব ষবঃঃবৎ, অভভরফধারঃ ড়ভ ঝঁঢ়ঢ়ড়ৎঃ, ঋরহধহপরধষ এঁধৎধহঃবব ইত্যাদি, ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর, দেনা ও পাওনা আদায়সহ বিভিন্ন জরুরি প্রয়োজন এবং আর্থিক সচ্ছলতা ভিসা প্রার্থীদের ভিসা প্রাপ্তির সহায়ক হিসাবে কাজ করে।
ভ্রমণ ও বিজনেস ভিসা সংক্রান্ত আরো তথ্যের জন্য ভিজিট করুন- িি.িঁংপরং.মড়া. অথবা এ প্রবন্ধের লেখক- (সেল) ৯১৭-৫৯৭-৬৩৪৯।
লেখক পরিচিতি : এই প্রবন্ধটির লেখক মোহাম্মদ এন মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং নিউইয়র্কস্থ টরো ল সেন্টার থেকে আইনে এলএলএম ডিগ্রিধারী, তিনি নিউইয়র্কস্থ একটি ল ফার্মে ১৯৯৯ সাল থেকে কর্মরত আছেন।