
ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক ঈদগাহর ভাগ্যবান মুসল্লি তোফায়েল আহমদ! লটারীতে তিনি জিতে নিলেন সাড়ে তিন হাজার ডলারের ওমরাহ হজ প্যাকেজ। নিউইয়র্ক ঈদগাহর অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য এবারের ৫টি জামাতের বিশেষ আকর্ষণ ছিল ফ্রি ওমরা হজ্জ প্যাকেজের রাফেল ড্র। অংশগ্রহণকারী মুসল্লিরা এই সুযোগটি নিতে দেরি করেননি। নামাজ পড়েই তারা নিউ ইয়র্ক ঈদগাহ এর স্পন্সরের দেয়া এই রাফেল ড্র’র ফ্রি ওমরা হজ্জের প্যাকেজটি পেতে ফর্ম ফিলাপ করে নির্ধারিত বক্সে জমা দেন। নামাজ শেষে আকর্ষণীয় এই ড্রটি অনুষ্ঠিত হয় ৭৬ ষ্ট্রিট/৩৭ এভিনিউতে অবস্থিত তাদের স্পন্সর মাইডক ও থেরাডাইনামিক’র অফিসে। সে সময় সেখানে ছিল উৎসুক মুসল্লিদের ভীড়। তাদের অফিসের একজন কর্মকর্তা লটারির নামটি তুললে তাতে উঠে তোফায়েল আহমদের নাম। সাথে সাথেই সেখান থেকে তাঁকে ফোন কল করে তাঁর বিজয়ী হবার সংবাদটি জানিয়ে দেন কোম্পানির এক হেড কর্মকর্তা।
তোফায়েল আহমদ জ্যাকসনহাইটসেরই বাসিন্দা এবং প্রতি বছরই পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের নিয়ে তিনি যোগ দেন নিউইয়র্ক ঈদগাহর ঈদ জামাতে। নিউইয়র্ক ঈদগাহর ঈদ ব্যবস্থাপনায় তিনি মুগ্ধ হয়েই প্রতি বছর ঈদের নামাজ পড়তে আসেন নিউইয়র্ক ঈদগায়। তার বিজয়ী নম্বরটি ছিল ০০৭. নিউইয়র্ক ঈদগাহর ঈদুল ফেতরের ৫টি জামাতই বরাবরের মত অনুষ্ঠিত হয় নিউইয়র্কের মিনি বাংলাদেশ বলে খ্যাত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়।
সকাল ৭টায় প্রথম জামাত থেকে নিয়ে ১১ টার শেষ জামাতটিতে মুসল্লির সংখ্যা ছিল ভরপুর। নতুন প্রজন্মকে মুসলিম সংস্কৃতির অবিচ্ছেদ্য অংগ ‘ঈদগাহ’ তে এসে নামাজ পড়ার বিশেষত্ব ও গুরুত্ব বুঝাতেই কোয়ন্টিটি নয় বরং কুয়ালিটি সম্মত ঈদের নামাজ নতুন প্রজন্মকে উপহার দিতে তারা এখানে আসেন আনন্দ ও প্রফুল্ল চিত্তে। ঈদের নামাজের বিশেষ সুন্নাহ মোতাবেক প্লাজার একদিকে তারা আগমন করে নামাজ শেষে প্রস্থান করেন অন্য দিকে। নারী-পুরুষ-আবাল-বৃদ্ধ-বণিতা সহ ডাইভার্স কম্যিউনিটির সর্বস্তরের মুসলমানদের সেখানে উপস্থিত হতে দেখা যায়। ঈদ শেষে কোলাকুলি ও শুভেচ্ছার আদান প্রদান দেখে মনে হয় যেন, এ ঈদের নামাজ যুক্তরাষ্ট্র প্রবাসে নয়, বরং বাংলাদেশের কোনো ঈদগাহতে অনুষ্ঠিত হচ্ছে।
প্লাজার চতুর্দিকে দাঁড়িয়ে কমিউনিটির অন্যান্য ধর্মের প্রতিবেশীরাও এসে মুসলমানদের ঈদের শুভেচ্ছা বিণিময় করেন। নিউইয়র্ক ঈদগাহর ঈদের নামাজের প্রংশসায় তারা পঞ্চমুখ হন। এজন্য যে, এখানে যাতায়াতকারীদের পুরো রাস্তা বন্ধ করা হয়নি, যেভাবে আশেপাশের অন্যান্যরা নামাজ জামাতের আয়োজন দিয়ে রাস্তা ঘাট বন্ধ করে অমুসলিম প্রতিবেশীর গাড়ী পার্কিং ও যাতায়াতে অসুবিধার সৃষ্টি করে থাকেন। ঐ একই কথা চিন্তা করেই ২০১১ সনে নিউইয়র্ক ঈদগাহ শান্তির ধর্ম ইসলামের মহা সংস্কৃতির ঈদ আনন্দ উদযাপনে সত্যিকারের তাহজীব ও তামাদ্দুন চর্চার যাত্রা শুরু করে, যা চলে আসছে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে।
উল্লেখ্য, নিউইয়র্ক শহরের মুসলিম কম্যিউনিটির জন্য নিউইয়র্ক ঈদগাহ’র এই আয়োজনে যেভাবে বিবেকবান মুসল্লিদের ও তাঁদের নতুন প্রজন্মকে আকৃষ্ট করেছে, ঠিক একই ভাবে আকৃষ্ট করেছে কিছু সেবা জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে।যার ধারাবাহিকতায় স্থানীয় একটি আর্জেন্ট কেয়ার ও থেরাপি সেবা প্রতিষ্ঠান ‘মাইডক ও থেরাডাইনামিক’ (৭৬ স্ট্রিট ও ৩৭ এভিন্যুর কোনায় অবস্থিত) মোহাম্মদী সেন্টারের নিউইয়র্ক ঈদগাহ আয়োজনে মুগ্ধ হয়ে এই ওমরা হজ্জ রাফেল লটারীর ব্যবস্থা করেছিলেন। এতে মুসল্লিদের স্বতস্ফূর্ত অংশ গ্রহণ লক্ষণীয় ছিল। নিউইয়র্ক ঈদগাহ এর পক্ষ থেকে তাদের স্পন্সর মাইডক এ্যান্ড থ্রেরাডেনামিক্স, আর কেয়ারের প্রতি।