
সুজন দাশ :
ঈদের খুশি মানায় তাদের
অর্থ যাদের আছে,
গরিব লোকের ঈদের মজা?
ব্যথার কষ্ট যাচে!
ছেলের মেয়ের আবদারটি
হয় না পূরণ করা,
রোজার মাসে ভোগ্যপণ্য
যায় না তাপে ধরা!
ক্ষুধা যাদের দুয়ারজুড়ে
নিত্য মারে উঁকি,
সন্তানেদের নতুন পোশাক?
রয় নিরাশায় লুকি!
মলিন মুখে ঈদের খুশি
হয়তো ওরা পালে,
হাত পাতে না কারোর কাছে
মাতে না তার তালে!
বুকের মাঝে কষ্ট চেপে
ঈদের সুখে ভাসে,
ওরাই জানে আসল মজা
ঈদটা কেমন আসে!