ঈদ মোবারক

তাহমিনা খান :

দীর্ঘ পূণ্যময় দিনগুলো এখনো ঝলমল করছে!
যেন দিন ও রাতের আকাশ!
জ্যোতির্ময়,
মহিমান্বিত!
সাধনায় নিমগ্ন মানুষ
অপরূপ লাবণ্যে আভিভূত!
আত্মশুদ্ধির আকুলতায় চির বর্ণময়!
যেন প্রেরণার অন্তিম বাসরে প্রাণের কথা কয়!
গভীর প্রত্যাশা জুড়ে দেয় এক ফালি চাঁদ!
কার্নিশে
সৌম্য শান্ত প্রশান্ত নিঃশ্বাস!
আকাশ ভুবনে হাসি ছড়ায়
অনন্ত কল্যাণ!

বিদায় মাহে রমজান!
অতঃপর চির কাক্সিক্ষত ঈদ মোবারক!