উড়বে বোলিং গ্রিনে : ৮ ফুট বাই ১২ ফুট পতাকা আসছে বাংলাদেশ থেকে

ঠিকানা রিপোর্ট : ৮ ফুট বাই ১২ ফুটের একটি পতাকা বাংলাদেশ থেকে আসছে নিউইয়র্কে। এই পতাকা উড়বে বোলিং গ্রিনে। নিউইয়র্ক সিটি মেয়রের অফিসের উদ্যোগে এটি ওড়ানো হবে। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই দিবসকে নিউইয়র্কে ন্যাশনাল ফ্লাগ ডে হিসেবে ঘোষণা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশি ন্যাশনাল ফ্লাগ ডে হিসেবে ২৬ মার্চকে ঘোষণা করা হলে প্রতিবছর ওই দিন নিউইয়র্কে বাংলাদেশের পতাকা উড়বে। পাশাপাশি চেষ্টা চলছে নিউইয়র্ক সিটি মেয়র অফিসে পতাকা উত্তোলন করার। এই পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে এবং এ-সংক্রান্ত সব অনুষ্ঠান সিটির সঙ্গে করা যাবে। এখন বাংলাদেশি কমিউনিটি এবং নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে অবস্থিত বাংলাদেশি সরকারি অফিসে স্বাধীনতা দিবস পালন করা হয়। আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের।
এ ব্যাপারে সিটি কাউন্সিলে একটি বিল পাস করার জন্য দেওয়া হয়েছে। মূলত সিটি কাউন্সিলর ফারাহ লুইস ও সিটি কাউন্সিলর জিম জিনারিওকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কাজ করছেন।
চলতি বছরের ২৬ মার্চের আগেই যাতে পতাকা উত্তোলন করা যায়, সেই চেষ্টা চলছে। এ ব্যাপারে মাজেদা উদ্দিন সিটি মেয়রের অফিসে একটি চিঠি দিয়েছেন। মেয়রের অফিস থেকে তাকে জানানো হয়েছে, সিটি হলে পতাকা ওড়ানোর আগে বোলিং গ্রিনে পতাকা ওড়াতে পারলে সুবিধা হবে। এ জন্য একটি পতাকা তৈরি করে দিতে হবে। সেই পতাকার মাপ হবে ৮ ফুট বাই ১২ ফুট। সেই হিসেবে বাংলাদেশে পতাকার অর্ডার দেওয়া হয়।
বর্তমানে বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল বাংলাদেশে অবস্থান করছেন। তিনি মার্চের প্রথম সপ্তাহে ফিরবেন। ওই পতাকা তিনিই নিয়ে আসবেন। ইতিমধ্যে পতাকা তৈরি করে আসেফ বারী টুটুলের কাছে দেওয়া হয়েছে। তিনি এই পতাকা বহন করে এনে এটি মাজেদা উদ্দিনের কাছে দেবেন। তিনি সেটি সিটি হলের কাছে দেবেন। সেখানে থেকে উদ্যোগ নেওয়া হবে বোলিং গ্রিনে পতাকাটি উত্তোলনের। সেখানে বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করা হয়।
সূত্র জানায়, বোলিং গ্রিনে পতাকা উড়লে পরে সিটি হলে ওড়াতেও সুবিধা হবে। সেই সঙ্গে সিটি কাউন্সিলে রেজ্যুলেশন পাস করানোর চেষ্টা অব্যাহত থাকবে। ইতিমধ্যে ২২ জন এই ইস্যুতে এক হয়েছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ সোসাইটির গিয়াস আহমেদ, ফাহাদ সোলায়মান, মনিকা রায়, মোহাম্মদ আলী, মাজেদা উদ্দিনসহ ২২ জন।