উড়ে গেছে শান্তির পায়রাগুলো

আবুল বাশার :

কোথায় কোন অজানায় নির্বাসিত আজ শান্তির পায়রাগুলো।
জীবন নামক সোনার পাখি আতঙ্কে আজ নীরব নির্বিকার।
অশুভ লম্পট অসুরদের কাছে নারী সম্ভ্রম আজ ভূলুণ্ঠিত।
অর্থ আর ক্ষমতালোভী মুখোশধারীরা আজ দস্যুবৃত্তে লিপ্ত।
রাম-রাবনের অনৈতিক লঙ্কাকাণ্ডে বিশ্বময় আজ কুরুক্ষেত্র।
অশুভ অশান্তি সৃষ্টিকারী কুৎসিত কীটগুলো দাবড়ে বেড়াচ্ছে বিশ্বময়।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে শক্ত ঘাঁটি গেড়েছে দুষ্ট দূষিত দুষ্কৃতকারী অর্বাচীনরা।
নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত নিগৃহীত বনি আদম আজ দিশেহারা।
শান্তি নামক সোনার হরিণ খুঁজে খুঁজে মানবতা আজ ক্লান্ত বিষণ্ন ম্রিয়মাণ।