উবারের মামলার প্রতিবাদ চালকদের : পরবর্তী শুনানি ১২ জানুয়ারি

ঠিকানা রিপোর্ট : উবারসহ অ্যাপভিত্তিক গাড়ির বাড়তি ভাড়া ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তা হয়নি। কারণ টিএলসি যে ভাড়া বাড়িয়েছিল, সেই বিষয়টি নিয়ে উবার আদালতে মামলা করে। এ কারণে তা আটকে গেছে। উবারের মামলার কারণে আদালত ভাড়া বাড়ানোর বিষয়টির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। ফলে এখন অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসে পরবর্তী শুনানি পর্যন্ত। এদিকে টিএলসির ভাড়া বাড়ানোর উদ্যোগে খুশি ছিলেন উবার ড্রাইভাররা। তারা অনেক পরিকল্পনাও করতে শুরু করেছিলেন। এখন ভাড়া না বাড়ায় তারা অনেকটাই হতাশ হয়ে পড়েছেন। উবারের মামলার প্রতিবাদে উবার ডাইভাররা ১৯ ডিসেম্বর সোমবার ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেন। এতে যাত্রীদের গাড়ি সংকটে পড়তে হয়েছে। একই দিন নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের উদ্যোগে নিউইয়র্ক সিটির উবার চালকদের একটি অংশ ম্যানহাটনের থার্ড ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে (যেখানে উবারের অফিস) অবস্থান নেয় ও মামলার প্রতিবাদ জানায়।

নিউইয়র্ক : উবার চালকদের ধর্মঘটে বক্তব্য রাখেন ভৈরবী দেশাই।

নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার মোহাম্মদ টিপু সুলতান বলেন, আমরা উবার ড্রাইভারদের সমবেত করে টিএলসি ভাড়া বাড়ানোর বিষয়টি কার্যকর করার দাবি জানিয়েছি। সেই সঙ্গে উবার যে ভাড়া বাড়ানো বন্ধ করতে মামলা করেছে এর প্রতিবাদ করেছি। আমরা চাই ভাড়া বাড়ানো হোক। আমাদের দাবি ড্রাইভাররা সব খরচ বাদ দিয়ে ঘরে ঘণ্টায় ২৫ ডলার নিয়ে যেতে পারবেন। ভাড়া বাড়ানোর বিষয়টি কার্যকর হলেও তারা ২৫ ডলার করে নিতে পারতেন না। তবে কিছুটা লাভ হতো। ২৫ ডলার নিতে আরো সময় লাগত। আমরা চাই ভাড়া বাড়ানোর বিষয়টি দ্রুত কার্যকর হোক। তিনি বলেন, আদালত উবারের মামলার পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর বিষয়টির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। ফলে এটি কার্যকর হচ্ছে না। আমাদেরকে ১২ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে, আদালত থেকে কী আদেশ আসে। কারণ ওই দিন পরবর্তী শুনানি হবে।
টিপু সুলতান আরো বলেন, নিউইয়র্ক সিটির উবার ড্রাইভাররা ১৯ ডিসেম্বর ধর্মঘটে অংশ নেন। বেতন বাড়ানোর বিষয়টি নিষেধাজ্ঞার কবলে পড়ার পর তারা এটা মেনে নিতে পারছেন না। যদিও উবার এই ভাড়া বাড়ানোর পক্ষে নয়। আগে উবারসহ অ্যাপভিত্তিক গাড়ির ভাড়া টিএলসি নিয়ন্ত্রণ করত না। এই প্রথমবারের মতো টিএলসি উবারসহ অ্যাপভিত্তিক গাড়ির ভাড়া বাড়ায়। এদিকে উবারের ভাড়া বাড়ার বিষয়টি কার্যকর না হলেও ১৯ ডিসেম্বর থেকে ইয়েলো ও গ্রিন ট্যাক্সির বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে।