উবার ড্রাইভারদের জন্য আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ও তিন ড্রাইভারকে ক্ষতিপূরণের নির্দেশ

ঠিকানা রিপোর্ট : ইয়েলো ট্যাক্সি ড্রাইভারদের জন্য আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থাকলেও উবার এবং অন্যান্য এফযুক্ত গাড়ির ড্রাইভারদের জন্য আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স নেই। ইয়েলো ট্যাক্সি ড্রাইভাররা দুর্ঘটনাজনিত কারণে আহত হলে বা কাজ করার অযোগ্য হলে তারা এই ইন্স্যুরেন্স থেকে অর্থ পেত। কিন্তু উবার ড্রাইভাররা সেই সুযোগ পেতেন না। আনএমপ্লয়মেন্ট পাওয়ার জন্য উবারের তিন ড্রাইভার বিভিন্ন সময়ে উবারের বিরুদ্ধে মামলা করে। এই মামলা পরিচালনা করে ব্রুকলীন লিগ্যাল সার্ভিস। এই মামলার শুনানী হয় দীর্ঘ সময় ধরে। এক সময় এই মামলার বিরুদ্ধে আপিল করে উবার কোম্পানী। কিন্তু মামলার ধরণ দেখে উবার তাদের আপিল প্রত্যাহার করে।

এ দিকে মামলার রায়ে মাননীয় আদালত উবারকে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স করার নির্দেশ দেয়। সেই সাথে তিন উবার ড্রাইভার যারা মামলা দায়ের করেছিলো তাদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়। উবার ড্রাইভারদের পক্ষে কাজ করছে নিউইয়র্ক স্টেট এবং লেবার ডিপার্টমেন্টসহ নিউইয়র্ক ট্যাক্সি এ্যালায়েন্স। মামলাকারী উবার ড্রাইভার জ্যাফরি সেপার্ড বলেন, এটা আমার ন্যায্য অধিকার। আমি কাজ করতে গিয়ে দুর্ঘটনা জনিত কারণে আমি অসুস্থ। আমি এখন গাড়ি চালাতে পারছি না। উবারের অফার দেখেই আমি নতুন একটি গাড়ি ক্রয় করে ড্রাইভিং শুরু করি। দুর্ঘটনায় পড়ে অসুস্থ হবার পর আমি গাড়ি চালাতে পারছি না। কিন্তু প্রতি মাসেই আমাকে গাড়ির পেমেন্ট এবং ইন্স্যুরেন্স দিতে হচ্ছে। আমি নিজেই চলতে পারছি না, সুতরাং আমি গাড়ির পেমেন্ট দিবো কী করে? সুতরাং উবারের উচিত আমাকে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থেকে অর্থ প্রদান করা। যাতে করে আমি নিজেও চলতে পারি এবং গাড়ির পেমেন্ট দিতে পারি। তিনি আরো বলেন, আমি যখন সুস্থ্য হবো তখন আবার গাড়ি চালানো শুরু করবো। তিনি বলেন, শুধু আমি নয় আমার মত অনেক উবার ড্রাইভার দুর্ঘটনায় অসুস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছে। আমি চাই এর সুষ্ঠু সমাধান।

নিউইয়র্ক ট্যাক্সি এ্যালায়েন্সের এক্সজিকিউটিভ ডিরেক্টর ভৈরবী দেশাই বলেন, এখন থেকে উবার কোম্পানীকে প্রতিটি অসুস্থ ড্রাইভারকে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থেকে অর্থ দিতে হবে। তিনি বলেন, এটা উবার ড্রাইভারদের জন্য খুশির খবর।