উৎসবডটকম-এর রমজান মোবারক

নিউইয়র্ক : উৎসবডটকম-এর পক্ষ থেকে সবাইকে পবিত্র রমজান মোবারক। দেশ ও দেশের বাইরে সব ক্রেতা, বন্ধু ও প্রিয়জনদের জীবনে পবিত্র এ মাস বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি। বিশ্বের ২৬টি দেশে আমাদের কর্মরত সব কর্মকর্তা ও সহযোগীদের জানাই পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা।
রমজান আত্মশুদ্ধির জন্য অনুকূল ও সহায়ক। পবিত্র এ মাস আত্মসংযমের মাস, এ মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ ইসলামিক উপবাস রোজা পালন করছেন। রমজান ইবাদত-এর মাস, এ মাসে মুসলিমগণ অধিক ইবাদত করে থাকেন, কারণ অন্য মাসের তুলনায় এ মাসে ইবাদতের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেয়া হয়। রমজান মাসের শেষদিকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানরা পবিত্র ঈদুল-ফিতর পালন করে থাকেন, যেটি মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি।
১২ হাজার অ্যাক্টিভ ক্রেতা এবং ২৫ হাজারেরও বেশি প্রোডাক্ট আর ৪ হাজারেরও বেশি ধরণের পণ্য রয়েছে আমাদের সাইটটিতে। তাই দেশ-বিদেশে বন্ধু ও প্রিয়জনদের ইফতার পাঠানো ও ঈদের উপহার এখন আরো সহজ। নর্থ আমেরিকায় অনুষ্ঠিত প্রায় সব বাংলাদেশি ইভেন্টের স্পন্সর উৎসবডটকম। প্রতিষ্ঠানটি কানাডা ও আমেরিকায় বাংলাদেশি কালচার ও শিল্পচর্চার জন্য কাজ করে যাচ্ছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি বাল্যবিবাহ রোধ করতে সচেতনতামূলক কাজ করছে। যেকোন শ্রেণিপেশার মানুষ সহজে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। ফুল, শাড়ি, কেক, সেলফোন, সালোয়ার-কামিজ, ডিজিটাল ক্যামেরাসহ প্রায় সবধরণের পণ্য এখান থেকে কিনতে পারেন আগ্রহীরা। -প্রেস বিজ্ঞপ্তি।