ঋষি সুনাকের প্রশংসায় ভারতীয় সংবাদ মাধ্যম

ঠিকানা অনলাইন : রাজা চার্লসের সঙ্গে দেখা করে ঋষি সুনাক প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন মঙ্গলবারই। যদিও তাঁর আনুষ্ঠানিক শপথ গ্রহণ ২৮শে অক্টোবর।

ভারতের সবচেয়ে প্রচারিত সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়া লিখেছে- বর্ণ অথবা ধর্ম কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি, ভারতীয় বংশোদ্ভূত এক হিন্দু এবার ব্রিটেনের মসনদে।

ইন্ডিয়ান এক্সপ্রেসও শিরোনাম করেছে- ঋষি সুনাকের এই প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ঘটনায়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঋষি সুনাককে ফোন করার কথাটিকে গুরুত্ব দিয়েছে সব পত্রিকা।

আনন্দবাজার, বর্তমান, এই সময়, আজকাল, সংবাদ প্রতিদিন সব কাগজেরই শিরোনামে ঋষি সুনাক। প্রধানমন্ত্রী মোদি যে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তাতে গুরুত্ব দিয়ে সংবাদপত্রগুলো লিখেছে- ভারত-ব্রিটেন সম্পর্ক আরও মজবুত হবে। সব নিউজ চ্যানেলের অনেকখানি জুড়ে আছেন ঋষি সুনাক। সাইড স্টোরিতেও জোর দেয়া হয়েছে। ঋষি সুনাকের মাল্টি মিলিয়নিয়ার স্ত্রী অক্ষরার কথা বলা হয়েছে অনেক প্রতিবেদনে।

জানানো হয়েছে- প্রতি সফল পুরুষের পিছনে থাকেন একজন করে নারী। এক্ষেত্রে তিনি হলেন ব্রিটিশ প্রিমিয়ারের স্ত্রী অক্ষরা মূর্তি।

ঠিকানা/এসআর