একক সঙ্গীতসন্ধ্যায় ত্রিনিয়া হাসানের সুরের মূর্ছনা

ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী ত্রিনিয়া হাসানের একক সঙ্গীতানুষ্ঠান। হিমাঙ্কের নিচে তাপমাত্রা উপক্ষো করে গত ২৪ ডিসেম্বর শনিবার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত সঙ্গীতসন্ধ্যায় বিপুল প্রবাসী এ অনুষ্ঠান উপভোগ করেন। শোটাইম মিউজিক এ অনুষ্ঠানের আয়োজন করেছিল।
জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া ও সাদিয়া খন্দকারের যৌথ উপস্থাপনায় রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে ত্রিনিয়া হাসানের মনোমুগ্ধকর পরিবেশনা। শিল্পীর সুরের মুর্চ্ছনায় অন্যরকম এক আবহ তৈরি হয় অনুষ্ঠানে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে ২০টিরও বেশী গান গেয়ে শোনান ত্রিনিয়া হাসান। প্রায় প্রতিটি গানের পরই দর্শকদের মুহূর্মুহু করতালিতে মুখরিত হয়ে উঠে গোটা মিলনায়তন।

নিউইয়র্ক : ত্রিনিয়া হাসানের জন্মদিনে অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিউনিটি নেতৃবৃন্দ।


প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, লিমন চৌধুরী, মাসুদ রহমান, সাইদুজ্জামান রিড, ও শাহ মাহবুবের সাথে দ্বৈত কন্ঠের গানগুলি খুবই চমৎকার ছিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের টাইটেল স্পনসর রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, গ্র্যান্ড স্পন্সর বিশিষ্ট ব্যবসায়ী শাহীন চৌধুরী, জেবিবিএ সেক্রেটারি ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান এবং বিশিষ্ট চিকিৎসক চৌধুরী সারোয়ারুল হাসান।
উল্লেখ্য, ত্রিনিয়া হাসান বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন। তাদের পরিবারের প্রায় সবাই সঙ্গীতচর্চা করেন।
ত্রিনিয়া হাসানের সঙ্গীতে হাতেখড়ি তার বাবা বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের সঙ্গীত পরিচালক জিয়াউল হাসানের কাছে।

নিউইয়র্ক : সঙ্গীত পরিবেশন করছেন শাহ মাহবুব ও ত্রিনিয়া হাসান