মালা মাহবুব :
আমি কি ছাই তোমার মতো উড়তে
পারি, মেঘের ভেলায় দূর আকাশে
ভাসতে পারি, বাঁধতে পারি বনের মাঝে
সবুজ বাড়ি, বৃক্ষ বাড়ি, পাতার কুটির
চক মেলানো জলের মতো সবুজ বরণ।
আমি কি আর তোমার মতো ভাবতে
পারি, স্বপ্নসিঁড়ি গড়তে পারি রাত
দরোজায়। নিবিড় করে আঁধারটাকে
বুকের মাঝে আগলে রেখে জোনাকবাতি
জ্বালতে পারি কুলুঙ্গিতে। ঝিনুক বুকে
কষ্ট নিয়ে মুক্তা হয়ে ঝরতে পারি।
আমি কি আর তোমার মতো আঁকতে
পারি রৌদ্র দিনে ছায়ার গাঁথা, বর্ষাবেলায়
রোদের কথা, বলতে পারি শরৎ সাঁঝে
কাশের দোলা, মাঝনদীতে শিউরে ওঠা
চড়ের মতো লজ্জাবতী লতার কথা
আমি কি আর তোমার মতো চলতে
পারি ছন্দবিহীন ছন্দ নিয়ে, কাব্যকথার
বর্ণ দিয়ে গড়তে পারি শব্দভূমি।
আমি শুধু সাঁঝবেলাতে জ্বালতে পারি
একটি প্রদীপ, মাটির প্রদীপ নিভৃত
এক ঘরের কোণে, বলতে পারি,
এই তো আমি, একটি আমি।