ঠিকানা অনলাইন : বিশ্বে এই প্রথম বার। করোনাভাইরাস, মাঙ্কিপক্স এবং এইচআইভি ভাইরাসে এক সঙ্গে আক্রান্ত হলেন এক ব্যক্তি। ইতালির ৩৬ বছরের ব্যক্তি ওই তিন ভাইরাসে এক সঙ্গে আক্রান্ত হয়েছেন। ‘জার্নাল অব ইনফেকশন’ নামের জার্নালে বিষয়টি প্রকাশিত হয়েছে। তবে স্বাভাবিকভাবেই ওই রোগীর নাম প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে, পাঁচ দিনের ট্যুরে স্পেনে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার প্রায় ৯ দিন পর তাঁর জ্বর হয়। জ্বরের পাশাপাশি গলায় ব্যথা, শারীরিক দুর্বলতা, মাথা যন্ত্রণা এবং কুচকিতে প্রদাহ হয়েছিল। এই লক্ষণ দেখা দেয়ার তিন দিন পর ওই ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এর পরে তাঁর মুখে ও গায়ে ফুসকুড়ি বেরোতে শুরু করে। সেগুলি ক্রমশ বড় হতে শুরু করে। তখন তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালের সংক্রমণ বিভাগে তাঁকে ভর্তি করানো হয়। ভর্তির পর তাঁর বিভিন্ন পরীক্ষা করানো হয়েছিল। সেই পরীক্ষায় দেখা যায়, তাঁর যকৃতের আকার অনেকটা বেড়েছে। তখন তাঁর মাঙ্কিপক্সের রিপোর্ট পজিটিভ আসে। পাশাপাশি এইচআইভি পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। এই রিপোর্ট পজিটিভ আসার সময়ে কোভিড পজিটিভ ছিলেন তিনি। জানা যায়, ওমিক্রন বিএ.৫.১ রূপটির দ্বারা আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে ভর্তি হয়ে এক সপ্তাহের বেশি ভর্তি ছিলেন তিনি। কোভিড-১৯ এবং মাঙ্কিপক্স থেকে সেরে উঠেছেন তিনি। আক্রান্ত ব্যক্তির মেডিকেল রিপোর্ট জার্নাল অফ ইনফেকশনে ১৯শে আগস্ট প্রকাশিত হয়েছিল। প্রায় এক সপ্তাহ পরে লোকটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। সম্প্রতি ওই ব্যক্তির এইচআইভি সংক্রমণের চিকিৎসা শুরু হয়েছে। গবেষকরা তাদের কেস রিপোর্টে বলেছেন- ”এই কেসটি হাইলাইট করে কোভিড এবং মাঙ্কিপক্সের লক্ষণ কী ভাবে মিশে গিয়েছে। ২টি সংক্রমণ এক সঙ্গে হলে কী ধরণের সমস্যা তৈরি হতে পারে, তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।”
এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, ওই ব্যক্তির দেহে মাঙ্কিপক্স অরোফ্যারিঞ্জিয়াল সোয়াব ২০ দিন পরেও ইতিবাচক ছিল। যা থেকে বোঝা যায় যে তিনি ক্লিনিকালি সেরে উঠলেও বেশ কয়েক দিন সংক্রামক ছিলেন। ফলস্বরূপ, চিকিৎসকদের যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত। গবেষকরা আরও বলেছেন যে, এটি একসঙ্গে মাঙ্কিপক্স ভাইরাস, কোভিড-১৯ এবং এইচআইভি সংক্রমণের একমাত্র ঘটনা এবং এই সংমিশ্রণটি রোগীর অবস্থাকে আরও খারাপ করে তুলতে পারে এমন যথেষ্ট প্রমাণ এখনও নেই। সূত্র : এনডিটিভি
ঠিকানা/এসআর