একসঙ্গে ২ নারীকে বিয়ে করছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক : এক সাথে নিজের দুই প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছেন ফুটবল তারকা রোনালদিনহো এমন দাবি ব্রাজিলিয়ান গণমাধ্যমের। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টেই বিয়ের কাজটি সেরে ফেলবেন সাবেক বর্ষসেরা এই ফুটবলার। রোনালদিনহোর দুই বাগদত্তার নাম প্রিসিলা কোয়েলহো ও বিয়াত্রিজ সুজা। ২০১৭ সালের ডিসেম্বর থেকেই তারা একসঙ্গে বসবাস করছেন রোনালদিনহোর রিও ডি জেনিরোর বিলাসবহুল বাড়িতে। ২০১৬ সাল থেকে বিয়াত্রিজের সঙ্গে প্রেম করে যাচ্ছেন সাবেক এই বার্সেলোনা তারকা। আর প্রিসিলার সঙ্গে তার প্রেমের শুরু আরো আগেই।
সম্প্রতি দুই প্রেমিকাকে একই রকম পারফিউম, একই রকম জামা উপহার দিয়েছেন রোনালদিনহো। বিশ্বকাপ জয়ী এ ফুটবলারের কাছ থেকে দুই প্রেমিকা দৈনিক ১৫০০ পাউন্ড ভাতা পান। ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াস জানান, গত বছরের জানুয়ারিতে দুই প্রেমিকা সুজা এবং কোয়েলহোর হাত ধরে তাদের বিয়ের প্রস্তাব দেন রোনালদিনহো। তাদেরকে একই সঙ্গে বাগদানের আংটিও পরান তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানায়, দু’জন একসঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণভাবে সংসার করবেন বলে জানিয়েছেন। এ দিকে দুই নারীকে বিয়ে করার উদ্যোগে রোনালদিনহোর ওপর চটেছেন তার বোন ডেইজি। জানিয়ে দিয়েছেন, ভাইয়ের বিয়েতে আসবেন না তিনি। তবে বিয়ের মিউজিক বাজানোর দায়িত্ব পড়েছে রোনালদোর প্রতিবেশী বন্ধু গায়ক হোর্হে ভার্সিলোর ওপর।