টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে তাসলিমা বেগম (২৫) নামের এক নারী একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে গত ৪ জানুয়ারি রাতে এ চার সন্তান প্রসব করেন তিনি। চারটি সন্তানের মধ্যে দুটি ছেলে এবং দুটি মেয়ে। প্রসবের পর একটি সন্তান মারা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। উপজেলার জামুর্কি ইউনিয়নের চুকুরিয়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী তাসলিমা বেগম। একসঙ্গে চার সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ হাসপাতালে ভিড় করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি তাসলিমার প্রসব ব্যথা শুরু হলে বিকেলে তাকে কুমুদিনী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। পরে ওই দিন স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম সন্তান জন্ম হয়। পরে একে একে রাত পর্যন্ত আরও তিনটি সন্তান প্রসব করেন তিনি। তবে শেষের সন্তানটি মারা যায়। এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ পোদ্দার জানান, তিনটি সন্তানরই কম ওজন এবং আকারে খুব ছোট। তাদের এনআইসিওতে রাখা হয়েছে। তাদের মা পুরোপুরি সুস্থ রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে জানান তিনি।
- বিজ্ঞাপন -