একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়: নিউজার্সিতে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ সভা

আটলান্টিক সিটি: একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার অপ্রয়াস’ হিসাবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সির সমর্থক গোষ্ঠী।
গত ১০ অক্টোবর, বুধবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি অব নিউজার্সি সমর্থক গোষ্ঠী আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক জিয়ার জনপ্রিয়তায় দিশেহারা হয়ে বাংলাদেশের দুঃশাসনের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনার নির্দেশে আজগুবি রায় দিয়ে তারেক জিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, একুশে আগস্টের ঘটনার নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচার হোক- এটাই ছিল জাতির প্রত্যাশা। কিন্তু যে নেত্রীর প্রতিদিনের কাজ হচ্ছে গুম এবং খুন করা, তার কাছে স্বচ্ছ বিচার চাওয়া আর বোকার স্বর্গে বাস সমান কথা। বিরোধী দলকে দমনের হাতিয়ার হিসেবে এ রায় ব্যবহার করায় বিশ্বব্যাপী জাতীয়তাবাদী শক্তি বিক্ষুব্ধ বলে তারা উল্লেখ করেন। সন্ধ্যা ৭টায় এই বিক্ষোভে নানা রকমের প্লেকার্ড প্রদর্শন এবং মিছিলের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরা হয়। প্লেকার্ডে লেখা ছিল- হাসিনা নামবার ওয়ান কিলার; এক দফা এক দাবি- হাসিনা তুই কবে যাবি; হত্যা ও দূর্নীতির মহোৎসব বন্ধ কর, করতে হবে এবং স্টপ জেনোসাইড ইন বাংলাদেশ।
বিক্ষোভে অংশগ্রহণ করেন বিএনপি নেতা নাসির উদ্দিন শিকদার, আজিজুল ইসলাম ফেরদৌস, সাখাওয়াত হোসেন, সোহেল আহমেদ, আমিরুল ইসলাম টফি, নান্নাসহ নিউজার্সি বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃদ।