একুশ আমার

সুফিয়ান আহমদ চৌধুরী

একুশ আমার ভোরের আলো
আলোর রাঙা বান,
একুশ আমার মুক্তদিনের
মধুর জয়গান।
একুশ আমার পাখির মেলা
ভাষার জয় জয়,
একুশ আমার আকাশ নীলে
স্বাধীন মন রয়।
একুশ আমার ঘোমটা মুখে
গাঁয়ের বধূ রাঙা,
একুশ আমার ফুলের ঘ্রাণে
অথই মন চাঙা।
একুশ আমার অন্তরজুড়ে
ভাষার স্বপ্ন আঁকা,
একুশ আমার দুঃখটা ভুলে
সবুজ শোভামাখা।
একুশ আমার মায়ের মুখে
মিষ্টি রঙিন হাসি,
একুশ আমার রাখাল ছেলে
বাজায় সুখে বাঁশি।
একুশ আমার বাবার স্বপ্ন
লাল-সবুজে সেরা,
একুশ আমার চলার পথে
অনেক আশা ঘেরা।
একুশ আমার কিষাণ কাজে
ব্যস্ত ধানের মাঠে,
একুশ আমার খোকা-খুকুর
মনটা কী যে পাঠে।
একুশ আমার দিঘির জলে
শাপলা শালুক দুলে,
একুশ আমার ভাষার হর্ষে
বাঙালি মন খুলে।
একুশ আমার স্বদেশ গান
শীতল পাটির ছোঁয়া,
একুশ আমার সুখের বান
মধুর মিষ্টি মোয়া।
একুশ আমার সবুজ বরণ
সবুজ-শ্যামল দেশ,
একুশ আমার ভাষার ধন্যে
নেই তো খুশির শেষ।