হাসান রাজীব
একুশ আমার ভাইয়ের বুকে
বুলেট আঘাত নয়
একুশ দিনের সূর্য হাসি
জ্যোৎস্না রাতের নয়।
একুশ ফাগুন ফেব্রুয়ারি
বলার শুধু নয়
নগ্ন পায়ে আলোর মিছিল
এ নয় পরিচয়।
একুশ নয় কাব্যকথা
গল্প উপন্যাস
জব্বারেরই শোণিত ধারা
নয় শুধু বিশ্বাস।
রফিক শফিক সালাম ভাইয়ে
নয়তো শুধু ঋণী
শহিদ জ্ঞাতীর পুনর্বাসনে
না হয় যেন বাণী।
একুশ যেন হয় না শুধু
সুর মেলানো গান
না হয় যেন তাল লয়ে
বিদেশিদের টান।
একুশ শুধুই রাজপথে
ভাষার দাবি নয়
সর্বস্তরে বাংলা যেন
ছড়ায় বিশ্বময়।
শহিদ মিনার সৌধচূড়া
একুশ সেতো নয়
সবাই মিলে ভাষার প্রাচীর
একুশ তারে কয়।