একুশ পালনের ব্যাপক প্রস্তুতি

নিউইয়র্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটির মতবিনিময় সভায় বক্তব্য দেন সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া।

ঠিকানা রিপোর্ট : অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রস্তুতি চলছে। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্কে প্রবাসীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং কমিউনিটির একাধিক সংগঠন একুশ পালনের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
নিউইয়র্কে অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ সোসাইটি ২৯ জানুয়ারি রোববার কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে। এলমহার্স্টে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুর রব মিয়া।
সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুদ্দিন মাহবুব, সাংস্কৃতিক সম্পাদক ডা.শাহানাজ লিপি, কার্যকরী সদস্য আখতার বাবুল, বগুড়া অ্যাসোশিয়েশনের সভাপতি মাহব্বত আলী আকন্দ ও এনায়েত আলী। একুশে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করতে কীভাবে সুন্দর একটি অনুষ্ঠান করা যায় তা নিয়ে নেতৃবৃন্দ খোলামেলা আলোচনা করেন।
নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবারের একুশ উদযাপন উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রায় ৬শ লোকের আসন বিশিষ্ট এ সেন্টারে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। সেখানে ৮ শতাধিক লোক সমাগম হলেও কোনো অসুবিধা হবে না।
অমর একুশ উপলক্ষে সোসাইটির গঠিত কমিটিতে আহবায়ক মহিউদ্দীন দেওয়ান, মেম্বার সেক্রেটারি আমিনুল ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়কারি মাইনুল উদ্দিন মাহবুব, যুগ্ম আহবায়ক ফারুক চৌধুরী, সমন্বয়কারি প্রদীপ ভট্রাচার্য, সুশান্ত দত্ত, শাহ মিজানুর রহমান ও ফারহানা চৌধুরী কাজ করছেন। স্মরণিকা উপকমিটিতে রয়েছেন নওশেদ হোসেন, রিজু মোহাম্মদ ও আবুল বাশার ভূইঁয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মিলিত মহান একুশ পালনের চূড়ান্ত প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ জানুয়ারি শুক্রবার এলমহার্স্টের ৭৬-১২ ব্রডওয়েতে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন ও সম্মিলিত মহান একুশ উদযাপনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী সামসউদ্দীন জানান, সভায় বিভিন্ন সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি শিশু-কিশোর মেধা প্রতিযোগিতা এবং ২০ ফেব্রুয়ারি একুশের অনুষ্ঠানকে সফল ও সার্থক করার বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদা আক্তার লিলি ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক গাজী সামসউদ্দীন।
সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপন বড়ুয়া, মো. তাজুল ইসলাম, এ কে আজাদ তালুকদার, জহিরুল হক, মো. আজহার আলী খাঁন, রুহুল আমিন সরকার, মো. হানিফ মজুমদার, ইউছুফ আলী, গোলাম মোস্তফা ও গাজী সামসউদ্দীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুস সবুর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সৈয়দ মিজান রহমান, প্রবাসী বেঙ্গলী খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস গোমেজ, সহ-সভাপতি চিত্রা রোজারিও, গাইবান্ধা জেলা সোসাইটির সভাপতি শাহ্জাহান সরকার ও সাধারণ সম্পাদক রেজা রহমান, উল্লাপাড়া এসোসিয়েশনের মো. রুবেল হাসান মুন্সী, ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিশাত খান আজাদ ও অন্যান্য নেতৃবৃন্দ।
জাসিংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং জানিয়েছে, অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এছাড়া একই দিন জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। প্রতিবারের মত জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশকে এ কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালীর চেতনা মঞ্চ গত ৩২ বছর ধরে ভাষা শহীদদের স্মরণে জাতিসংঘের সামনে মহান একুশ পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ২০ ফেব্রুয়ারি সোমবার নিউইয়র্ক সময় দুপুর ১টা ১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিনিট) জাতিসংঘের সামনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করবেন প্রবাসীরা। মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা এবং বাঙালী’র চেতনা মঞ্চের আহ্বায়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা জানান, ১৯৯২ সাল থেকে টানা ৩২ বছর ধরে আমরা প্রবাসীদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক বলয়ে অমর একুশে পালন করছি। তিনি জানান, প্রতি বছরের মতো এবারও অমর একুশের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট, ইউনেস্কো ও জাতিংঘে কর্মরত প্রতিনিধি ছড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আমেরিকার মূলধারার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালীর চেতনা মঞ্চ প্রতিবারেই চেষ্টা করে আমেরিকার মূলধারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যাপ্তিকে নতুনভাবে ছড়িয়ে দিতে।
বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে।
ওয়াশিংটন ডিসি থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ডিসি একুশে অ্যালায়েন্স প্রতিবারের মত এবারও আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
নিউজার্সির প্যাটারসনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় সিটি প্রশাসন কর্তৃক নির্মিত স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে নিউজার্সি অঙ্গরাজ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত পেনসিলভেনিয়া, কানেকটিকাট, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, মিশিগান, টেক্সাস এবং কানাডার টরন্টো ও মন্ট্রিয়েল-এ পৃথক পৃথকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়েছে।