একুশ মানে

ফিরোজ হুমায়ুন

একুশ মানে অন্যায়ের প্রতিবাদ,
একুশ মানে মায়ের প্রাণভরা আশীর্বাদ।
একুশ মানে আমার অহংকার,
একুশ মানে মাথা উঁচু করার অঙ্গীকার।
একুশ মানে রক্তাক্ত বর্ণমালা,
একুশ মানে দিনবদলের পালা।

একুশ মানে আমাদের অস্তিত্বের পরিচয়,
একুশ মানে নাই নাই ভয়।
একুশ মানে দুর্বার-দুর্জয়।
একুশ মানে অনন্ত ভালোবাসা,
একুশ মানে একটি স্বপ্ন একটি আশা।
একুশ মানে স্বপ্ন-সুখের আশা।

একুশ মানে একটি মাইলস্টোন একটি স্মরণীয় দিন,
একুশ মানে শহীদানের রক্তের ঋণ
একুশ মানে বিশ^বাসীর স্মরণীয় দিন।

একুশ মানে ভাইয়ের রক্তে রঞ্জিত রাজপথ,
একুশ মানে শত জনতার মুষ্টিবদ্ধ হাত।
একুশ মানে দেশের তরে সম্মিলিত মত।

একুশ মানে মায়ের মুখের বুলি,
একুশ মানে ভাষার জন্য জীবন বলি।
একুশ মানে মায়ের ভাষায় কথা বলতে শিখি,
একুশ মানে রক্তের আকরে শহীদের নাম লিখি।
একুশ মানে আমার প্রেরণার উৎস,
একুশ মানে বাংলা ভাষা ছড়িয়ে গেছে সারা বিশ্ব।
একুশ মানে বাংলাভাষার সীকৃত বিশ^।