এক আপেলে জরিমানা ৪২ হাজার টাকা

ঠিকানা ডেস্ক : এক আপেলের জন্য এক বিমানযাত্রীকে ৫০০ ডলার জরিমানা করেছে মার্কিন শুল্ক বিভাগ। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ৪২ হাজার ৩০০ টাকা। সম্প্রতি ক্রিস্টাল টেডলক নামের এক নারী জানান, বিমানে প্যারিস থেকে যুক্তরাষ্ট্রে আসার সময়, অন্যদের সঙ্গে তাকেও একটি আপেল দেওয়া হয়েছিল। তিনি না খেয়ে আপেলটি ব্যাগে রেখে দেন। ডেল্টা এয়ারলাইন্সের একটি ছোট প্যাকেটের মধ্যেই আপেলের কাটা অংশগুলো ছিল। প্যারিস হতে মিনাপোলিসের বিমানবন্দর থেকে আবারও বিমানে কলোরাডোর ডেনভারে যাওয়ার কথা ছিল টেডলকের। তাই ভেবেছিলেন পরে বিমানে ওঠে আপেলটি খেয়ে নেবেন। কিন্তু এতেই বাধে বিপত্তি। মিনাপোলিসের বিমানবন্দরে টেডলক যখন শুল্ক তল্লাশির মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন কর্মকর্তারা তার ব্যাগে এ আপেলটি পায়। আর আপেল থাকার তথ্য গোপন করায় তাকে ৫০০ ডলার জরিমানা করে বসেন কর্মকর্তারা। টেডলকের কোনো অনুরোধই রাখেননি তারা। সামান্য একটি আপেল রাখার দায়ে কর্মকর্তাদের এমন সিদ্ধান্তে হতভম্ব টেডলক জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি আদালতে যাবেন।