ঠিকানা অনলাইন : পরীক্ষা চলাকালীন স্থগিত করা হলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র পরীক্ষা।
৬ নভেম্বর রোববার দুপুর দুইটায় যথারীতি পরীক্ষা শুরু হয়। চারটায় এই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এক ঘণ্টা পর বিকেল তিনটার দিকে স্থগিত করা হয় পরীক্ষা।
তবে পরীক্ষা স্থগিতের কোনো কারণ জানায়নি কারিগরি শিক্ষা বোর্ড। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত জরুরি নোটিশে বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২০২২ সালের এইচএসসি (এমটি) একাদশ শ্রেণির বিকেলের সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’
৬ নভেম্বর রোববার শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব বোর্ড মিলিয়ে প্রায় ১২ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। মোট ১ হাজার ৮৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা।
ঠিকানা/এনআই