‘এখন সবকিছুতে পরিবর্তন এসেছে’

চলতি বছরের ২৬ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বিয়ের পরেই স্বামীকে নিয়ে বিদেশ ভ্রমণ করেন তিনি। বিয়ে-বিদেশ ভ্রমণ এসবের কারণে তাকে মাঝে কিছুদিন টিভির পর্দায় দেখা যায়নি। বিয়ের তিন মাস পর ঈদের একটি নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। গেল ঈদে নাবিলা অভিনীত ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ শিরোনামের নাটকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। এটিতে তার সঙ্গে জুটি বাঁধেন কবি, নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান কামু। তিন মাসের বিরতির পর ফিরেই এ নাটকের সুবাদে সবার প্রশংসায় সিক্ত এই অভিনেত্রী। নাবিলাও এ নিয়ে বেশ উচ্ছ্বসিত।